কিউইদের মাটিতে সিরিজ জেতা হলো না ভারতের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো কোনও টি টুয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ শেষ ম্যাচটি খেলতে নেমেছিলো সফরকারী ভারত। কিন্তু কিউইদের কাছে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের শেষটিতে মাত্র ৪ রানে পরাজিত হয়ে সেই স্বপ্ন আর পূরণ হয়নি রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটির।
এদিন কিউইদের ছুঁড়ে দেয়া ২১৩ রানের পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৮ রানে থামতে হয়েছে ভারতকে। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে যথেষ্ট চেষ্টা করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক এবং আট নম্বরে খেলতে নামা ক্রুনাল পান্ডিয়া। শেষের দিকে মাত্র ১৬ বলে ৪টি ছয়ের সাহায্যে ৩৩ রানে অপরাজিত থাকেন কার্তিক। তাঁর সাথে ক্রুনাল ১৩ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। হাঁকিয়েছেন ২টি ছয় এবং ২টি চার।
শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিলো ১৬ রান। টিম সাউদির করা সেই ওভারের প্রথম বলটি থেকে ২ রান নিতে সক্ষম হন কার্তিক। এরপরের দুই বলে কোনও রান পাননি এই ব্যাটসম্যান। তবে পরের বলটি থেকে এক রান নিয়ে পান্ডিয়াকে স্ট্রাইক দেন কার্তিক।
পরবর্তীতে পঞ্চম বলে মাত্র এক রান নিতে সক্ষম হন পান্ডিয়া। ফলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিলো ১ বলে ১২ রান। সে সময় পঞ্চম বলটি ওয়াইড দেন সাউদি। এরপর শেষ বলটিতে কার্তিক ছয় হাঁকালে পরাজয়ের ব্যবধানই শুধু কমে ভারতের।
এর আগে ভারতের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং বিজয় শঙ্কর। মাত্র ২৮ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান শঙ্কর। ২টি ছয় এবং ৫টি চার হাঁকিয়েছেন তিনি।অপরদিকে পাঁচ নম্বরে খেলতে নেমে ১১ বলে ২টি ছয় এবং ১টি চারের সাহায্যে ২১ রান করেন পান্ডিয়া।
আর অধিনায়ক রোহিত শর্মা এবং চার নম্বরে নামা রিশাভ পান্টও কম যাননি। রোহিত ৩২ বলে ৩৮ রান করলেও পান্ট খেলেছেন ১২ বলে ২৮ রানের ক্যামিও। তবে এত কিছুর পরও শেষের দিকে কিউই বোলারদের দারুণ বোলিংয়ে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভারতকে।

স্বাগতিকদের এই জয়ের পেছনে অনেকটাই কৃতিত্ব দিতে হবে স্পিনার মিচেল স্যান্টনার এবং ডানহাতি পেসার ড্যারেল মিচেলকে। ৩ ওভারে ৩২ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন স্যান্টনার।
সফরকারীদের রানের চাকায় বাঁধা সৃষ্টিতে মূল কৃতিত্ব দিতে হবে কিউই স্পিনার মিচেল স্যান্টনার এবং ডানহাতি পেসার ড্যারেল মিচেলকে। ৩ ওভারে ৩২ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন স্যান্টনার। যেখানে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন মিচেল। দারুণ বোলিং করেছেন অভিষিক্ত পেসার ব্লেয়ার টিকনারও। ৪ ওভারে ১ উইকেট নিলেও ৩৪ রান খরচ করেছেন তিনি।
এই ম্যাচটির শুরুতে এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের ওপর রীতিমত চড়াও হয়েছিলেন কিউই ওপেনার কলিন মুনরো। ৫টি ছয় এবং ৫টি চারের মাধ্যমে ৪০ বলে ৭২ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছেন তিনি।
তবে শুধু মুনরোই নন, মারমুখী ব্যাটিং করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট এবং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমও। মাত্র ২৫ বলে ৪৩ রান করেছেন সেইফার্ট। অপরদিকে ১৬ বলে ৩০ রান এসেছে গ্র্যান্ডহোমের ব্যাট থেকে। ২১ বলে ২৭ রান করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের পক্ষে ২৬ রানে ২ উইকেট শিকার করা কুলদ্বিপ যাদব ছিলেন সবথেকে সফল বোলার। আর একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার এবং খলিল আহমেদ।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ডঃ ২১২/৪ (২০ ওভার) (মুনরো-৭২, গ্র্যান্ডহোম-৩০; যাদব- ২/২৬, ভুবনেশ্বর-১/৩৭)
ভারতঃ ২০৮/৬ (২০ ওভার) (রোহিত-৩৮, শঙ্কর-৪৩; মিচেল-২/২৭, স্যান্টনার-২/৩২)
টসঃ ভারত (ফিল্ডিং)
ম্যাচ সেরাঃ কলিন মুনরো