promotional_ad

তাসকিন হতে পারত বাংলাদেশের স্ট্রাইক বোলারঃ মরিসন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দারুণ বোলিং করা ফাস্ট বোলার তাসকিন আহমেদ না থাকায় বাংলাদেশ অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। সাবেক নিউজিল্যান্ড পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন বিপিএলে তাসকিনকে দেখার পর আক্ষেপ করেছেন।


দারুণ ছন্দে থাকা তাসকিন নিউজিল্যান্ডে বাংলাদেশের বড় হাতিয়ার হতে পারত। ২০১৭ সালের নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা ও গত এক বছর কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া তাসকিন এবারের নিউজিল্যান্ড সফরে গতি ও সুইং এর মিশেলে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের ধাঁর বাড়ানোর সামর্থ্য রাখে।



promotional_ad

'লাইন লেন্থের ধারাবাহিকতা নিউজিল্যান্ডে পেসারদের বড় হাতিয়ার হবে। আর ফিট থাকতে হবে পেসারদের। তাসকিন আহমেদ থাকছেন না। এটা বাংলাদেশের জন্য ভিন্ন পরিস্থিতি নিয়ে আসতে পারত।তাসকিন হতে পারত বাংলাদেশ স্ট্রাইক বোলার,' ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন মরিসন।


নিউজিল্যান্ড সিরিজে তাসকিনকে না পেলেও সদ্য সমাপ্ত বিপিএলে ধারাভাষ্য দিতে আসা মরিসন বাংলাদেশের পেস বোলিং বিভাগে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন। 


'তাসকিন যথেষ্ট দ্রুত গতির বোলার। রুবেল হোসেনেরও যথেষ্ট গতি আছে। তাঁরা ভিন্ন উচ্চতা থেকে বল করে। দুইজন বাঁহাতি পেসার দেখেছি। তাঁরাও ভালো। বল সুইং করার সামর্থ্য আছে তাদের। খালেদ আহমেদ, সে দীর্ঘদেহীর বোলার। উইকেটে জোরে আঘাত করা বোলার সে। আমার ভালো লেগেছে এখন পর্যন্ত যা দেখেছি এই বিপিএলে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball