পরাজয়ের ক্ষণ গুনছে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২৪৭/১০ (৪৬.১ ওভার) (মুশফিক- ৬২, মাহমুদুল্লাহ- ৭২; ম্যাকপিক-৪/৩৮, রবিন্দ্র-২/৩৪)
নিউজিল্যান্ড একাদশঃ ১৭৮/২ (৩৩ ওভার) ফ্লেচার-৯০*, রবীন্দ্র ১১*; নাঈম-১/২৪, মাহমুদুল্লাহ-১/৩০)
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের লড়াইয়ে মাঠে নামার আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হয়েছে সফরকারী বাংলাদেশ। তবে এই ম্যাচে কিউইদের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি টাইগার ব্যাটসম্যানেরা।
কিউইদের কাছে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৪৬.১ ওভারে মাত্র ২৪৭ রানে গুঁটিয়ে গিয়েছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ২৪৮ রানের লক্ষ্যে এরপর খেলতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড একাদশ।

বর্তমানে অনেকটা সহজ জয়ের পথেই আছে কিউইরা। ৯০ রান নিয়ে ক্রিজে আছেন অ্যান্ড্রু ফ্লেচার এবং তাঁর সাথে অপরাজিত আছেন রাচিন রবীন্দ্র। ১১ রান সংগ্রহ করেছেন তিনি।
এদিন ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া এই ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড একাদশের অধিনায়ক জিত রাভাল। কিউইদের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে এরপর সফরকারী বোলারদের তোপের মুখে পড়তে হয় বাংলাদেশকে।
দলীয় ৩১ রানের মাথায় উপরের সারির ৪ জন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বসে তারা। এরপর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ১০৮ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিলো বাংলাদেশ।
দলীয় ১৩৯ রানের মাথায় মুশফিককে আউট করে এই জুটি ভাঙ্গেন সিন সোলিয়া। পরবর্তীতে মাহমুদুল্লাহ এবং সাব্বির রহমান ৩৫ রানে জুটি গড়েছিলেন। ৭২ রান করা মাহমুদুল্লাহকে ফিরিয়ে এই জুটি ভেঙ্গেছেন কিউই বোলার ম্যাকপিক। ১৭৪ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারানোর পর সাব্বিরের ৪০ এবং নাঈমের অপরাজিত ১৭ রানে ভর করে ২০০ এর কোটা পার করেছিলো বাংলাদেশ।
তবে এরপর কিউই বোলারদের তান্ডবে এরপর আর খুব বেশি এগোতে পারেনি সফরকারীরা। ৪৬.১ ওভারে ২৪৭ রানে অলআউট হয়েছে তারা। বাংলাদেশ শিবিরে ধ্বস নামানোর মূলে ছিলেন আইজে ম্যাকপিক। মাত্র ৩৮ রানে ৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও এটিই হ্যাজেলডাইন এবং রাচিন রবীন্দ্র ২টি করে উইকেট পেয়েছেন।
বাংলাদেশঃ
লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম হাসান, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মমিনুল হক, সাদমান ইসলাম।
নিউজিল্যান্ড একাদশঃ
জিত রাভাল (অধিনায়ক), অ্যান্ড্রু ফ্লেচার, সিন সোলিয়া, রাচিন রবীন্দ্র, এফএইচ অ্যালেন, কেডি ক্লার্ক, ডি এন ফিলিপ্স, এম ডব্লিউ চু (উইকেটরক্ষক), টি এফ ভ্যান উরকম, এটিই হ্যাজেলডাইন, আইজি ম্যাকপিক, জে এ ব্রাউন।