promotional_ad

শীর্ষ পাঁচে বাংলাদেশিদের আধিপত্য

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট|| 


নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগার ব্যাটসম্যানদের ফর্ম বরাবরই দারুণ। তাই দুই দলের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় আধিপত্য টাইগার ব্যাটসম্যানদের।


তবে, রান সংগ্রাহকদের মধ্যে শীর্ষে আছেন কিউই ব্যাটসম্যান রস টেইলর। তিনি বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ২০ টি ম্যাচ খেলেছেন। ২ সেঞ্চুরি ও ৬ হাফ সেঞ্চুরিতে ৭৮৬ রান করেছেন।



promotional_ad

গড়টাও অসাধারণ ৫২.৪০। ফলে বোঝাই যাচ্ছে টাইগারদের সামনে পেলেই এই কিউই তারকার ব্যাট জ্বলে উঠে। আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও আছেন তিনি। এই সিরিজেও নিজের পারফর্মেন্স ধরে রাখতে চাইবেন টেইলর।


নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা সাকিব আল হাসান। তিনি ২১ ম্যাচ খেলে ২ শতক ও সমান সংখ্যক অর্ধশতকে ৫৭৫ রান করেছেন। কিউইদের বিপক্ষে সাকিবের ব্যাটিং গড় ৩০.২৬।


দুই দলের মোকাবেলার সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্যে সাকিবের অবস্থান ২ নম্বরে। ১৯ ম্যাচে ৫৩০ রান করে এই তালিকায় ৩ নম্বরে আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে তামিমের কোনো সেঞ্চুরি নেই।



তবে দলটির বিপক্ষে ৫টি অর্ধশতক হাঁকিয়েছেন তামিম। চার নম্বরে থাকা মুশফিকুর রহীম ২২ ম্যাচে সংগ্রহ করেছেন ৫১৬ রান। কিউইদের বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি অর্ধশতক। নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছেন টাইগার তারকা মাহমুদুল্লাহ রিয়াদ।


তাঁর সংগ্রহ ৫০১ রান। ২টি শতক ও ১টি অর্ধশতকে এই রান সংগ্রহ করেছেন মাহমুদুল্লাহ। আসন্ন সিরিজে দারুণ খেলে এই তালিকায় নিজেকে আরও উপরে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball