টাইগারদের নিউজিল্যান্ড সফরের সূচি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএল আসর শেষ হতে না হতেই এবার নিউজিল্যান্ড সিরিজে ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদেরকে। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে মূল সিরিজ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে টাইগারা খেলতে নামবে আগামী ১৩ই ফেব্রুয়ারি। নেপিয়ারে বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ১৬ তারিখ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি। সিরিজের শেষ ম্যাচটি আগামী ২০শে ফেব্রুয়ারি ডানেডিনে অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচটিও শুরু হবে ভোর ৪টায়।
ওয়ানডে সিরিজের পর তিন টেস্টের সিরিজে মাঠে নামবে দুই দল। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টটি শুরু হবে চলতি মাসের ২৮ তারিখে। হ্যামিল্টনে বাংলাদেশ সময় ভোর ৪টায় আরম্ভ হবে এই ম্যাচ।

সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮ এবং ১৬ই মার্চ তারিখে। দ্বিতীয় টেস্টের ভেন্যু ওয়েলিংটন এবং তৃতীয় ম্যাচটির ভেন্যু ক্রাইস্টচার্চ। এই দুই ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
নিউজিল্যান্ড সফরের সূচি:
প্রথম ওয়ানডে - ১৩ ফেব্রুয়ারি, নেপিয়ার
দ্বিতীয় ওয়ানডে – ১৬ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ
তৃতীয় ওয়ানডে – ২০ ফেব্রুয়ারি, ডানেডিন
প্রথম টেস্ট – ২৮ ফেব্রুয়ারি, হ্যামিল্টন
দ্বিতীয় টেস্ট – ০৮ মার্চ, ওয়েলিংটন
তৃতীয় টেস্ট – ১৬ মার্চ, ক্রাইস্টচার্চ