শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করলেন সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শীর্ষ উইকেট শিকারি বোলার হিসেবে বিপিএলের ষষ্ঠ আসর শেষ করেছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক এবং টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে একটি উইকেট নেয়ার মধ্য দিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তিনি।
এবারের বিপিএলে ফাইনালসহ মোট ১৫টি ম্যাচে ঢাকাকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। যেখানে তিনি ৭.২৫ ইকোনমি রেট এবং ১৭.৬৫ গড়ে তুলে নিয়েছেন ২৩টি উইকেট। ১৬ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং ফিগার সদ্য সমাপ্ত আসরে। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে গত ২১শে জানুয়ারির ম্যাচে এই পারফর্মেন্স উপহার দিয়েছিলেন তিনি।

সাকিবের পরের স্থানটি দখলে রেখেছেন সিলেট সিক্সার্সের পেস তারকা তাসকিন আহমেদ। তাঁর দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও দারুণ ধারাবাহিক বোলিং করে ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করেছেন এই পেসার। তাঁর বোলিং ইকোনমি রেট ৮.৫৫ এবং গড় ১৪.৪৫। আর সেরা বোলিং ফিগার ছিলো ২৮ রানে ৪ উইকেট। গত ৯ই জানুয়ারি চিটাগাং ভাইকিংসের বিপক্ষে এই বোলিং করেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন।
শীর্ষ পাঁচ উইকেট শিকারি বোলারদের বাকি তিনটি স্থানও পেসারদের। তৃতীয় এবং চতুর্থতে অবস্থান যথাক্রমে মাশরাফি বিন মর্তুজা এবং রুবেল হোসেনের। অপরদিকে পঞ্চমে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে তৃতীয়তে থাকা রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফির ইকোনমি রেট ৭.০৩ এবং সেরা বোলিং ১১ রানে ৪ উইকেট।গত ৮ই জানুয়ারি কুমিল্লার বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি গড়েন। তবে গড় রান খরচের দিক থেকে তাসকিনের থেকে পিছিয়ে থাকায় তাঁর পরে অবস্থান করছেন নড়াইল এক্সপ্রেস। ১৭.৬৯ গড়ে এবারের বিপিএলে বোলিং করেছেন রংপুর দলপতি।
ঢাকা ডাইনামাইটসের পেসার রুবেলেরও উইকেট সংখ্যা ২২টি। তবে ১৮.৫০ গড়ে বোলিং করায় চতুর্থতে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে তাঁকে। ১৫টি ম্যাচ খেলা রুবেলের বোলিং ইকোনমি রেট ৭.৭২ এবং তাঁর সেরা বোলিং ছিলো ২৩ রানে ৪ উইকেট। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ই ফেব্রুয়ারির ম্যাচে এই পারফর্ম করেন তিনি।
এদিকে পঞ্চমে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার সাইফুদ্দিন ১৩ ম্যাচে নিয়েছেন ২০টি উইকেট। ২২ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং এবারের বিপিএলে। চলতি মাসের ১ তারিখে ঢাকার বিপক্ষে খেলতে নেমে ৪ উইকেট নেন এই তরুণ পেসার। টুর্নামেন্টে ১৭.৮০ গড় এবং ৭.৭৩ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি।