আরেকটি বিপিএল, অসাধারণ অভিজ্ঞতাঃ মুডি

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের কোচের দায়িত্ব পালন করেছেন টম মুডি। প্রথমবার রংপুরকে শিরোপা এনে দিলেও এবার ব্যর্থ হয়েছেন তিনি। তবে আরেকটি বিপিএলের অভিজ্ঞতা অসাধারণ ছিল অস্ট্রেলিয়ান এই কোচের কাছে।
পাশাপাশি বিপিএলের শুরু থেকে রংপুরের সমর্থকদের অকুন্ঠ সমর্থন ভালো লেগেছে তাঁর। তাই সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি মুডি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বার্তায় বিপিএলের অভিজ্ঞতা এবং রাইডার্স সমর্থকদের ভালোবাসার জবাবে তিনি লিখেছেন,
'আরেকটি বিপিএলের অভিজ্ঞতা দারুণ। রংপুর রাইডার্সের সমর্থকদের ধন্যবাদ তাদের একনিষ্ঠ সমর্থনের জন্য।'

Great to experience another @Official_BPLT20, thanks to all @RangpurRiders_ fans for your loyal support. #BPL
— Tom Moody (@TomMoodyCricket) February 7, 2019
গত বিপিএল আসরে টম মুডির অধীনে প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জিতেছিলো রংপুর রাইডার্স। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিলো তারা।
আর সেই কারণে এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, রাইলি রুশো, অ্যালেক্স হেইলসদের মতো তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছিলো রংপুর। কিন্তু আসরের প্রথম দিকে ছন্দ খুঁজে পায়নি রংপুর।
নিজেদের হারিয়ে খোঁজা রংপুর টুর্নামেন্টের মাঝপথে এসে ছন্দ খুঁজে পেয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। কিন্তু কোয়ালিফায়ার পর্বে এসে আবার খেই হারিয়ে ফেলে দলটি।
শেষ পর্যন্ত অলিখিত সেমিফাইনাল ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়ে ছিটকে পড়তে হয় তাদের। টুর্নামেন্টে চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যাওয়া রংপুরের সাথে অভিজ্ঞতাটা দারুণ ছিল কোচ মুডিরও।
এদিকে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে খেলা নিশ্চিত করতে সক্ষম হয় সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস।