রোহিতের ব্যাটে সিরিজ সমতায় ভারত

ছবি: গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। দারুণ এই জয়ে সিরিজটিতে ১-১ এ সমতা ফিরিয়ে এনেছে সফরকারীরা।
এদিন অকল্যান্ডে অনুষ্ঠিত এই ম্যাচটিতে কিউইদের ছুঁড়ে দেয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে স্বাগতিক বোলারদের ওপর চড়াও হয়েছিলেন ভারতীয় দলপতি রোহিত। ৪টি ছয় এবং ৩টি চারের সাহায্যে মাত্র ২৯ বলে ৫০ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন তিনি।
শেষ পর্যন্ত ইশ সোধির বলে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে দলীয় ৭৯ রানের মাথায় সাজঘরে ফেরেন ভারতীয় দলপতি। রোহিত আউট হওয়ার পর মাত্র ৯ রানের ব্যবধানে আরেক ওপেনার শিখর ধাওয়ানের উইকেটটিও হারিয়ে বসে সফরকারীরা।
অনেকটা রক্ষণাত্মক ব্যাটিং করে ৩১ বলে ৩০ রান করতে সক্ষম হন ধাওয়ান। এরপর ব্যর্থতার পরিচয় দিয়েছেন চার নম্বরে খেলতে নামা ডানহাতি ব্যাটসম্যান বিজয় শঙ্কর। মাত্র ১৪ রান করে সাউদির শিকার হতে হয়েছে তাঁকে।
দলীয় ১১৮ রানে তৃতীয় উইকেট হারালেও অবশ্য দলকে বিপদে পড়তে দেননি বাঁহাতি ব্যাটসম্যান রিশাভ পান্ট এবং অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি।

ইনিংসের শেষ পর্যন্ত ২৮ বলে ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পান্ট। অপরদিকে তাঁর সাথে ১৭ বলে ২০ রানে অপরাজিত ছিলেন ধোনি। ফলে ৭ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয়ের দেখা পায় ভারতীয়রা।
এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাগতিক নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়তে হয় কিউইদের। মাত্র ৫০ রানের মাথায় ৪টি উইকেট হারিয়ে বিপদে পড়েছিলো তারা।
তবে এরপর পঞ্চম উইকেটে রস টেইলর এবং কলিন ডি গ্র্যান্ডহোমের ব্যাটিং দৃঢ়তায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলো স্বাগতিকরা। এই দুই ব্যাটসম্যান ৭৭ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের আভাস দিচ্ছিলেন। কিন্তু ১৬তম ওভারের চতুর্থ বলে গ্র্যান্ডহোমকে রোহিত শর্মার হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান হার্দিক পান্ডিয়া।
এরই সাথে ৪ ছয় এবং ১ চারেড় সাহায্যে মাত্র ২৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসটি শেষ হয় গ্র্যান্ডহোমের। পরবর্তীতে মিচেল স্যান্টনারের সাথে ২৬ রানের আরেকটি জুটি গড়েছিলেন টেইলর। শেষ পর্যন্ত ৩৬ বলে ৪২ রান করে রান আউটের শিকার হন তিনি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে থামে স্বাগতিক নিউজিল্যান্ড।
ভারতের পক্ষে ৪ ওভার বোলিং করে ২৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়া। অপরদিকে খলিল আহমেদ নিয়েছেন ২৭ রানে ২টি উইকেট। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ই ফেব্রুয়ারি হ্যামিল্টনে।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ডঃ ১৬২/৩ (২০ ওভার) (গ্র্যান্ডহোম-৫০, টেইলর- ৪২; ক্রুনাল- ৩/২৮, খলিল-২/২৭)
ভারতঃ ১৬৩/৩ (১৮.৫ ওভার) (রোহিত-৫০, পান্ট-৪০*; মিচেল-১/১৫, সোধি- ১/৩১)
টসঃ নিউজিল্যান্ড (ব্যাটিং)