বাংলাদেশের ঐতিহাসিক জয় নিয়ে পাকিস্তানের সন্দেহ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয় নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক বোর্ড সভাপতি খালিদ মেহমুদ। বিশ্বকাপে পাকিস্তানের সে হারকে ‘সন্দেহজনক’ বলছেন এই কর্মকর্তা।
পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। উক্ত অনুষ্ঠানে বিশ্বকাপের স্কোয়াডে থাকা পাকিস্তানী খেলোয়াড়দের এই হারকে সন্দেহজনক বলে দাবি করেছেন মেহমুদ।

তাঁর দাবি, ৯৯ সালের বিশ্বকাপের আগেই পাকিস্তান দলের খেলোয়াড়দের আচরণ নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন কোচ জাভেদ মিয়াঁদাদ। এছাড়া বিশ্বকাপের ঠিক আগে মিয়াদাদকে সরিয়ে দেয়ার ব্যাপারেও আলোচনা করেছেন মেহমুদ।
সাবেক বোর্ড সভাপতির দাবি সে বছর ১২ এপ্রিল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের হারে খেলোয়াড়দের সন্দেহজনক আচরণ দেখেই নাকি দায়িত্ব ছেড়েছিলেন মিয়াদাদ। তাঁর মনেও নাকি তেমন সন্দেহ জেগেছিল।
এর পাশাপাশি ৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে পাকিস্তানের হারকেও তিনি সন্দেহজনক বলে দাবি করেন। সেই ম্যাচে পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন ওয়াসিম আকরাম। আকরামের অধীনে পাকিস্তান এমন ভাবে হেরে বসার কথা না বলে তিনি মনে করছেন।
তাঁর ধারণা পাকিস্তান দলের যে স্কোয়াড তাতে এমন হার প্রশ্ন তুলবেই। এই অঘটন তাঁকে চিন্তিত ও রাগান্বিত করেছিল। এত এত তারকা থাকার পরও পাকিস্তানের অমন হারের সঠিক তদন্ত হওয়া উচিত ছিল বলে জানান মেহমুদ।
১৯৯৯ সালের ৩১ মে পাকিস্তানের বিপক্ষে ৬২ রানের অসাধারণ জয় তুলে নিয়েছিল আকরাম খান-খালেদ মাহমুদ সুজনদের বাংলাদেশ। এই ম্যাচে হারলেও পরবর্তীতে সে আসরের ফাইনাল খেলতে সক্ষম হয়েছিল পাকিস্তান। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায় নি দলটি। ফলে ৯৯ সালের চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।