পূরণ হয়েছে তামিমের অধরা স্বপ্ন

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসান-মাশরাফি বিন মর্তুজাদের মত দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের ফাইনালে খেলার স্বপ্ন সব সময়ই ছিল তামিম ইকবালের। বিপিএলের প্রথম পাঁচ আসরে সেই স্বপ্ন অধরা রয়ে গেলেও এবারের আসরে তাঁর পূরণ হয়েছে।
শুক্রবার বিপিএলে প্রথম বারের মত কুমিল্লার জার্সি ফাইনাল খেলতে নামবেন তামিম। নিজের প্রথম ফাইনালে তাই শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে তামিম বলেন,
'মাশরাফি ভাই এখন পর্যন্ত চার বার বিপিএল শিরোপা জিতেছেন, সাকিব দুইবার আর রিয়াদ ভাই দুইবার ফাইনাল খেলেছেন। তাঁদের মতো আমারও স্বপ্ন ছিল দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের ফাইনালে খেলার।'

এদিকে এবারের আসরে তিনবার শুন্যের ঘরে আউট হয়েছেন তামিম। তবে বাকি ম্যাচগুলোতে আশানুরূপ পারফর্ম করেছেন এই ওপেনার।
তামিম মনে করেন চাইলে তিনি আরও ভালো করতে পারতেন। অনেক ম্যাচে ভালো শুরু পরও নিজের ভুলে উইকেট ছুড়ে দিয়েছেন বলে জানান তিনি। তাঁর ভাষায়,
'এতোটাও খারাপ পারফর্ম করিনি, যদিও টুর্নামেন্টে তিনবার শুন্যের ঘরে সাজঘরে ফিরেছি। কিন্তু আশা ছিল আরও ভালো করার।
'ব্যক্তিগত ভাবে আমি মনে করি আরও ভালো করতে পারতাম। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৪০০ রান আসা উচিত ছিল আমার ব্যাট থেকে। অনেক ম্যাচে ভালো শুরু পেয়েও উইকেট ছুঁড়ে দিয়েছি।'
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিজের প্রথম বিপিএল ফাইনাল খেলতে নামবেন তামিম ইকবাল। ব্যাট হাতে পারফর্ম করে নিজের প্রথম এবং কুমিল্লার দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ অবশ্যই পেতে চাইবেন এই ওপেনার।