কাল যাচ্ছে নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় বহর

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দ্বিতীয় দফায় আরও চার ক্রিকেটারকে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ই ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন তাঁরা। সেখান নিউজিল্যান্ড সফরের জন্য যাত্রা শুরু করবেন বাংলাদেশ দলের এই চার ক্রিকেটার।
শুক্রবারের এই বহরে যাচ্ছে ওয়ানডে স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার শফিউল ইসলাম এবং মোহাম্মদ মিঠুন। ওয়ানডের প্রস্তুতি ম্যাচের একাদশ সাজাতে না পারায় টেস্ট স্কোয়াডের দুই ক্রিকেটার মমিনুল ইসলাম এবং সাদমান ইসলামকে এই সফরে পাঠানো হচ্ছে।

এর আগে ৬ই ফেব্রুয়ারি ওয়ানডে স্কোয়াডের আট ক্রিকেটার এবং দলের ম্যানেজার খালেদ মাসুদ সুজন ও কোচ স্টিভ রোডসকে নিয়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ দলের প্রথম বহর গিয়েছিল। জানা গেছে সেখানে গিয়ে পৌঁছেছেন তাঁরা।
৮ তারিখ বিপিএল ফাইনালের কারণে ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান, রুবেল হোসেন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিনরা এখনও আছেন বাংলাদেশে।
সাকিব-তামিমদের সাথে তৃতীয় দফায় নিউজিল্যান্ড সফরের জন্য ৯ তারিখ রওনা দিবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না।
আগামী ১০ই ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৩ তারিখ থেকে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের মূল লড়াই।