সবার ওপরে মুশফিকুর রহিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সব আসর মিলিয়ে সবচেয়ে বেশী রান করার তালিকায় সবার উপরে আছেন চিটাগাং ভাইকিংসের দলপতি মুশফিকুর রহিম। বিপিএলের ৬ আসর মিলিয়ে মুশফিক করেছেন ৭০ ম্যাচে ৩৩.৪৯ গড়ে ১৭৮১ রান।
১৩৫৭ রান নিয়ে এবারের আসর শুরু করা মুশফিক এই আসরে ১৩ ম্যাচে করেছেন ৪২৬ রান। দলকে প্লে-অফে নিয়ে যাওয়ার পেছনে ব্যাট হাতে তাঁর অবদান অনেক। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল।

মোট ৫৫ ম্যাচে ৩৪.০২ গড়ে ১৬৮২ রান করেছেন এই ওপেনার। ১৩৫৮ রান নিয়ে এবারের আসর শুরু করা তামিম ফাইনাল ম্যাচ বাদে এখন পর্যন্ত করেছেন ৩২৬ রান। মুশফিক-তামিমের পর অবস্থান করছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
৭৫ ম্যাচে ২৫.৮৯ গড়ে ডানহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে মোট ১৬০৫ রান। ১৪০০ রান নিয়ে সবার উপরে থেকে আসর শুরু করেছিলেন রিয়াদ। কিন্তু তাঁর দল যেমন আশানুরূপ পারফর্ম করতে পারেন নি, রিয়াদও তেমনি নিজেকে মেলে ধরতে পারেন নি। এই আসরে করেছেন মাত্র ২০৫ রান।
তালিকায় চার নম্বরে আছেন ঢাকা ডাইনামাইটসের দলপতি সাকিব আল হাসান। মোট ৭৬ ম্যাচে এবারের আসরের ফাইনাল বাদ দিয়ে এখন পর্যন্ত ২৬.৪৭ গড়ে ১৪৫৬ রান করেছেন তিনি। ১২০৬ রান নিয়ে এবারের আসর শুরু করা সাকিব এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছেন ২৯৮ রান।
বিপিএলের সেরা পাঁচ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ নম্বরে আছেন সাব্বির রহমান। এই আসরে ১২ ম্যাচে ২৭৬ রান করা এই ব্যাটসম্যানের ছয় আসরে মোট রান ৭৫ ম্যাচে ১৩৯৭ রান।