promotional_ad

সবার ওপরে মুশফিকুর রহিম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সব আসর মিলিয়ে সবচেয়ে বেশী রান করার তালিকায় সবার উপরে আছেন চিটাগাং ভাইকিংসের দলপতি মুশফিকুর রহিম। বিপিএলের ৬ আসর মিলিয়ে মুশফিক করেছেন ৭০ ম্যাচে ৩৩.৪৯ গড়ে ১৭৮১ রান।


১৩৫৭ রান নিয়ে এবারের আসর শুরু করা মুশফিক এই আসরে ১৩ ম্যাচে করেছেন ৪২৬ রান। দলকে প্লে-অফে নিয়ে যাওয়ার পেছনে ব্যাট হাতে তাঁর অবদান অনেক। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল।


promotional_ad

মোট ৫৫ ম্যাচে ৩৪.০২ গড়ে ১৬৮২ রান করেছেন এই ওপেনার। ১৩৫৮ রান নিয়ে এবারের আসর শুরু করা তামিম ফাইনাল ম্যাচ বাদে এখন পর্যন্ত করেছেন ৩২৬ রান। মুশফিক-তামিমের পর অবস্থান করছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।


৭৫ ম্যাচে ২৫.৮৯ গড়ে ডানহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে মোট ১৬০৫ রান। ১৪০০ রান নিয়ে সবার উপরে থেকে আসর শুরু করেছিলেন রিয়াদ। কিন্তু তাঁর দল যেমন আশানুরূপ পারফর্ম করতে পারেন নি, রিয়াদও তেমনি নিজেকে মেলে ধরতে পারেন নি। এই আসরে করেছেন মাত্র ২০৫ রান।


তালিকায় চার নম্বরে আছেন ঢাকা ডাইনামাইটসের দলপতি সাকিব আল হাসান। মোট ৭৬ ম্যাচে এবারের আসরের ফাইনাল বাদ দিয়ে এখন পর্যন্ত ২৬.৪৭ গড়ে ১৪৫৬ রান করেছেন তিনি। ১২০৬ রান নিয়ে এবারের আসর শুরু করা সাকিব এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছেন ২৯৮ রান।


বিপিএলের সেরা পাঁচ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ নম্বরে আছেন সাব্বির রহমান। এই আসরে ১২ ম্যাচে ২৭৬ রান করা এই ব্যাটসম্যানের ছয় আসরে মোট রান ৭৫ ম্যাচে ১৩৯৭ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball