promotional_ad

দলের বাইরে স্টার্ক, নতুন মুখ টার্নার

গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারত সফরের জন্য অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর স্কোয়াড থেকে ইনজুরির কারণে বাদ পড়তে হয়েছে অজি পেসার মিচেল স্টার্ককে। এছাড়া মিচেল মার্শ, বিলি স্ট্যানলেক এবং পিটার সিডলও থাকছেন না এই দলটিতে। 


তবে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান অ্যাস্টন টার্নার। এছাড়া ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে না থাকা তিন ক্রিকেটার ডাক পেয়েছেন ঘোষিত এই স্কোয়াডে।


২০১৭ সালে জাতীয় দলের টি-টুয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছিল টার্নারের। কিন্তু ওয়ানডে ফরম্যাটে এবারই ডাক পেয়েছেন তিনি। ব্যাট হাতে চলমান বিগ ব্যাশে দারুণ ফর্মে আছেন তিনি। তাই নির্বাচকদের নজরে এসেছেন টার্নার এবং ডাক পেয়েছেন জাতীয় দলের স্কোয়াডে।



promotional_ad

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ডারসি শর্ট। এরপর বাজে ফর্মের কারণে বাদ পড়ে যান তিনি। এবার আবার দলে জায়গা পেয়েছেন তিনি। যদিও শন মার্শের পরিবর্তে তাঁকে দুই টি-টুয়েন্টি এবং প্রথম দুই ওয়ানডের জন্য দলে রাখা হয়েছে। জন্মগ্রহণ করা দ্বিতীয় সন্তানকে দেখতে আপাতত অস্ট্রেলিয়ায়ই থাকছেন তিনি।


দলে ফিরেছেন কেন রিচার্ডসনও, যিনি ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ খেলেছিলেন। বিগ ব্যাশে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। তাই এই পেসারকে বিবেচনায় রেখেছেন নির্বাচকেরা। 


এদিকে নাথান কুল্টার নাইল শেষ সিরিজে ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছিলেন। এবার ভারত সফরে দলের সাথে যাচ্ছেন তিনি। সফরটিতে অ্যারন ফিঞ্চের সাথে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন প্যাট কামিন্স এবং অ্যালেক্স ক্যারি।


অস্ট্রেলিয়া স্কোয়াডঃ



অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টন টার্নার, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি (সহ অধিনায়ক), প্যাট কামিন্স (সহ অধিনায়ক), নাথান কুল্টার নাইল, জেই রিচার্ডসন, কেন রিচার্ডাসন, জেসন বেহরেনডর্ফ, নাথান লায়ন, অ্যাডাম জাম্পা, ডার্সি শর্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball