promotional_ad

নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাধা বিপিএল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ড সফরের সময়সূচী নিয়ে বিপাকে বাংলাদেশ দল। বিপিএলের পরপরই প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে কিউইদের বিপক্ষে সিরিজ। কিন্তু এই প্রস্তুতি ম্যাচে যোগ দেয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বেশ কয়েকজন ক্রিকেটারের।


সেখানকার বৈরি কন্ডিশনে যথাযথ প্রস্তুতি না নিয়েই মূল সিরিজে নামতে হবে টাইগারদের অনেকেরই। এতে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও কিছুটা উদ্বিগ্ন। যদিও কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে সেরাটা দেয়ার কথা জানিয়েছেন তিনি।


৮ তারিখ বিপিএলের ফাইনাল হওয়ার দরুন স্কোয়াডে থাকা কয়েকজন ক্রিকেটার এখনও বাংলাদেশে অবস্থান করছেন। তাই ১০ তারিখের প্রস্তুতি ম্যাচে খেলার সম্ভাবনা মাশরাফি, মিঠুন, সাকিব, তামিম, রুবেল, সাইফউদ্দিনের নেই বললেই চলে।



promotional_ad

যদিও ইতিমধ্যে কোচ স্টিভ রোডস, ম্যানেজার খালেদ মাসুদ পাইলট সহ আট ক্রিকেটারের একটি বহর ৬ই ফেব্রুয়ারি রওনা দিয়েছে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। কিন্তু প্রস্তুতি ম্যাচের দল সাজাতে খানিকটা ঝামেলায় পড়েছে টাইগাররা। তাদের সাথে আরও কয়েকজনকে যোগ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টায় আছে বোর্ড, জানিয়েছেন মাশরাফি। 


'আমাদের আসলে টিকিট যাদের যাদের পাওয়া যাচ্ছে আগের থেকে, বাংলাদেশ বিমান বা যেভাবেই হোক, যা পাচ্ছে সেটা দিয়ে চলে যেতে হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন ১২-১৩ জন খেলোয়াড় অন্তত থাকে। স্কোয়াডে ১৬ জন আছে, এর মধ্যে ফাইনাল খেলবে ৪-৫ জন। চেষ্টা করা হচ্ছে ওখান থেকে কাউকে নিয়ে খেলা যায় কিনা।'


তবে কিউই সফরে ইতিমধ্যে যারা গিয়েছে তারা যেন ঠিক মতো প্রস্তুতি সম্পন্ন করতে পারে সে জন্য নিউজিল্যান্ড বোর্ডের সাথে আলোচনা চলছে বিসিবির। ঘরের বাইরে মূল পর্বে নামার আগে প্রস্তুতিটা একটু বেশিই জরুরী।


'নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে কোনো সাহায্য নেওয়া যায় কিনা। অন্তত যারা আছে তারা যেন অনুশীলন ম্যাচটা ঠিক মতো খেলতে পারে। বিশেষ করে আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করা এবং বোলাররা বোলিং করার সুযোগ পেলে ভালো হবে। যদিও এটা আদর্শ না আমাদের জন্য।



'বাংলাদেশেও সিরিজটা হলে একটা কথা ছিল। যেহেতু নিউজিল্যান্ডে আমাদের জন্য সঠিক যে প্রস্তুতি সেটা হয়তো হবে না। কিন্তু কিছু করার নেই। ১০ তারিখ রাতে গিয়ে পৌঁছাবো। চেষ্টা করবো দুই দিনে যতটা মানিয়ে নেয়া যায় এবং সেরা খেলাটা খেলতে চাই,' বুধবার বিপিএলের ম্যাচ শেষ বলেছেন মাশরাফি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball