promotional_ad

প্রস্তুতি নিয়েও গিয়ে গতবার জিততে পারিনিঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে তাদের মাটিতে অনুশীলনের খুব বেশি সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। তবে এরপরেও এই বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


কেননা এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ২০১৬ সালে পূর্ণ প্রস্ততি থাকা সত্ত্বেও হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। সেবার ভাগ্যের শিকে একেবারেই ছেঁড়েনি টাইগারদের। ফলে অধিনায়ক মাশরাফি প্রস্তুতির এই ঘাটতিতে বড় করে না দেখে বরং সফরটিকে ২০১৯ বিশ্বকাপের জন্য নিজেদের তৈরির মিশন হিসেবে গণ্য করছেন,


promotional_ad

'প্রস্তুতি নিয়ে গিয়ে গতবার পারিনি। এবার প্রস্তুতি ছাড়া গিয়ে যদি পারি তাহলে পরেরবার প্রস্তুতি ছাড়াই যাবো। না তবে বিশ্বকাপের জন্য এটা খুব ভালো প্রস্তুতি। অন্তত সামনের ছয় বা পাঁচ মাসের দিকে তাকান এ কন্ডিশনের জন্য এটা খুব আদর্শ কন্ডিশন,' বলেছেন মাশরাফি। 


বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে খেলতে পারলে একটি ভিত্তি তৈরি হবে দলের, বিশ্বাস নড়াইল এক্সপ্রেসের। বিপিএলের কারণে আগেভাগে সেখানে যেতে না পারলেও নিজেদের দ্রুত সেখানে মানিয়ে নেয়ার চেষ্টা করবেন ক্রিকেটাররা বলে উল্লেখ করেছেন তিনি। মাশরাফির ভাষায়,  


'বিশ্বকাপের জন্য একটা ভিত্তি তৈরি করা যাবে। বি??িএল চলছিল কিছু করার নেই। আমাদেরকে মানিয়ে নিতে হবে। খারাপ হলে খারাপ বলবে। ভালো হলে ভালো বলবে। মানিয়ে নেয়ার করার চেষ্টা করবো আমরা। অবশ্যই জেতার চেষ্টা করবো। সম্ভাব্য সেরা ক্রিকেট খেলার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball