ওমানে সিরিজ খেলবে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ওমান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের অংশগ্রহণে চার দেশীয় টি টুয়েন্টি সিরিজ। ওমানের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আয়ারল্যান্ড।
আগামী ৯ই ফেব্রুয়ারি আল আমারাত ক্রিকেট স্টেডিয়ামে ওমান ডেভেলপমেন্ট একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। এরপর ১০ তারিখ দ্বিতীয় ম্যাচটিতে মাঠে নামবে তারা একই দলের বিপক্ষে।
সিরিজের প্রথম ম্যাচে ১৩ই ফেব্রুয়ারি মাঠে নামবে বাকি দুই সফরকারী দল স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। একই দিন স্বাগতিক ওমানের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। পরবর্তীতে ১৫ তারিখ প্রথম ম্যাচে ওমানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
সূচি অনুযায়ী এরপর ১৭ই ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস এবং শেষ ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
চার দেশীয় সিরিজটির সূচিঃ
৯ই ফেব্রুয়ারি- ওমান ডেভেলপমেন্ট একাদশ বনাম আয়ারল্যান্ড, আল আমারাত

১০ই ফেব্রুয়ারি- ওমান ডেভেলপমেন্ট একাদশ বনাম আয়ারল্যান্ড, আল আমারাত
১৩ই ফেব্রুয়ারি- স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস, আল আমারাত
১৩ই ফেব্রুয়ারি- ওমান বনাম আয়ারল্যান্ড, আল আমারাত
১৫ই ফেব্রুয়ারি- ওমান বনাম নেদারল্যান্ডস, আল আমারাত
১৫ই ফেব্রুয়ারি- আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড, আল আমারাত
১৭ই ফেব্রুয়ারি- আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস, আল আমারাত
১৭ই ফেব্রুয়ারি- ওমান বনাম স্কটল্যান্ড, আল আমারাত
এদিকে এই সিরিজটি শেষে ওমানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে স্কটল্যান্ড। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আল আমারাত স্টেডিয়ামে ১৯শে ফেব্রুয়ারি। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ এবং ২২ তারিখ।
ওমান-স্কটল্যান্ড ৫০ ওভার সিরিজঃ
১৯শে ফেব্রুয়ারি- প্রথম ওয়ানডে, আল আমারাত
২০শে ফেব্রুয়ারি- দ্বিতীয় ওয়ানডে, আল আমারাত
২২শে ফেব্রুয়ারি- তৃতীয় ওয়ানডে, আল আমারাত