ঢাকায় আইসিসির চেয়ারম্যান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চার দিনের সফরে বাংলাদেশে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে একটি চার্টার্ড বিমানে করে ঢাকায় পা রাখেন তিনি।
এই নিয়ে প্রথমবারের মতো আইসিসির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সফরে এলেন মনোহর। শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনাল দেখবেন তিনি।

বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গণমাধ্যমকে তিনি বলেছেন, 'শশাঙ্ক মনোহর কিছুক্ষণ আগে ঢাকায় পা রেখেছেন। তিনি শুক্রবার শের-ই বাংলা স্টেডিয়ামে আসবেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনাল দেখতে।'
চার দিনের এই সফরে বিসিবির সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করবেন মনোহর, নিশ্চিত করেছেন জালাল ইউনুস। তাঁর ভাষ্যমতে, 'বিসিবির আমন্ত্রণেই ঢাকায় এসেছেন তিনি। চার দিনের এই সফরে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।'
সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবারই মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে আইসিসির এই কর্মকর্তার। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পাশাপাশি দেশের বেশ কিছু প্রসিদ্ধ স্থানও পরিদর্শন করবেন মনোহর।