দশ রানে অলআউট, দশ ব্যাটসম্যানের 'ডাক'!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শূন্য রানে আউট দশ ব্যাটসম্যান! দলের সংগ্রহও মাত্র দশ! টি-টুয়েন্টি ম্যাচের এমন লজ্জাজনক স্কোরবোর্ডের মালিক সাউথ অস্ট্রেলিয়ার মেয়েরা।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইন্ডিজেনাস ক্রিকেট চ্যাম্পিয়নশিপসের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে এই স্কোরকার্ড গড়েছে সাউথ অস্ট্রেলিয়ার নারী দল।

আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ রানেই গুটিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়ার দলটি। তাতে আবার অতিরিক্ত খাত থেকেই পেয়েছিল ৬ রান। ওপেনার ফেবি ম্যানশেল ৪ রান করেছেন।
বাকি ১০ ব্যাটসম্যানের কেউই রান করতে পারেননি। মানে দশজনই মেরেছেন 'ডাক'! নিউ সাউথ ওয়েলসের বোলার রোক্সানে ভ্যান-ভীন ২ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন এক মেইডেন।
মাত্র এক রান খরচায় তুলে নেন সর্বোচ্চ ৫টি উইকেট। নাওমি উডস ২টি বল করেই তুলে নেন দুই উইকেট।
সাউথ অস্ট্রেলিয়ার ইনিংসটি টিকেছিল ৬২ বল। এর ৩৩টি বলই খেলেছেন ওপেনার ফেবি ম্যানশেল। ১৭ বল খেলেই কোন উইকেট না হারিয়ে প্রয়োজনীয় ১১ রান তুলে নেয় নিউ সাউথ ওয়েলসের মেয়েরা।