বিদেশে কুলদীপই এক নম্বর স্পিনারঃ শাস্ত্রী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের বাইরে ভারতীয় দলের এক নম্বর স্পিনার কুলদীপ যাদব। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর নজরে ভারতের দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকেও ছাড়িয়ে গেছেন কুলদীপ। ভবিষ্যতে এক স্পিনার নিয়ে দল সাজাতে হলে বাঁহাতি এই লেগ স্পিনারকেই নির্বাচন করবেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টে ভারতের হয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদীপ। সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন এই স্পিনার। সীমিত ওভারের ফরম্যাটে তো কুলদীপ অসাধারণ।

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছিলেন এই চায়নাম্যান। নিজের পারফর্মেন্স দিয়ে প্রধান কোচের সুনজরে আছেন তিনি। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন,
'রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার চেয়ে অনেক এগিয়ে কুলদীপ। বিদেশের মাঠে টেস্ট ম্যাচে পাঁচ উইকেট পাচ্ছে। ফলে বিদেশ সফরে ও-ই আমাদের দলের এক নম্বর স্পিনার হবে। ভবিষ্যতে এক স্পিনার নিয়ে যদি দল সাজাতে হয়, আমরা ওকেই বেছে নেব।'
ব্যাখ্যা দিয়ে শাস্ত্রী আরও বলেন, 'সিডনি টেস্টে যে ভাবে কুলদীপ বল করেছিল, তা দেখে আমি সন্তুষ্ট। এখন রিস্ট স্পিনারদের যুগ আসতে চলেছে। বিশেষ করে বিদেশের টেস্ট ম্যাচে। সিডনিতে ও যে ভাবে বল করেছে, তাতে বিদেশের মাটিতে কুলদীপই এখন আমাদের এক নম্বর স্পিনার।'
টেস্ট, ওয়ানডে কিংবা টি-টুয়েন্টি, তিন ফরম্যাটের ক্যারিয়ারই অনেক সমৃদ্ধ কুলদীপের। মাত্র ছয়টি টেস্ট খেলেছেন ২০১৭ সালে জাতীয় দলের টেস্ট ফরম্যাটে অভিষেক হওয়া কুলদীপ। ২৪ উইকেট রয়েছে তাঁর নামের পাশে।
ওয়ানডে খেলেছেন ৩৯টি, উইকেট নিয়েছেন ৭৭টি। টি-টুয়েন্টি ক্রিকেট খেলেছেন ১৭টি, যেখানে তাঁর উইকেট সংখ্যা ৩৩টি।