টি-টুয়েন্টির শিক্ষা ওয়ানডেতে কাজে লাগাতে চান মিরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলের আমেজ শেষ হতে না হতেই নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। টি-টুয়েন্টি ফরম্যাট থেকে স্বল্প দিনের ব্যবধানেই ওয়ানডে ফরম্যাটে খেলবে ক্রিকেটাররা। ফরম্যাট ভিন্ন হলেও টি-টুয়েন্টি ফরম্যাটের অনেক শিক্ষাই কাজে লাগবে ওয়ানডে ফরম্যাটে।
পাওয়ার প্লে'তে দ্রুত রান তুলে নেয়া, শেষের কয়েক ওভারে মারমুখী ব্যাটিং করে দলের সংগ্রহ বড় করা, সাথে রান তাড়ায় বেশি রান রেটে ব্যাটিং করার কৌশল ছোট ফরম্যাটের ক্রিকেট থেকেই শিখছে ক্রিকেটাররা। যা কাজে দিবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও চাইছেন ছোট ফরম্যাট থেকে নেয়া শিক্ষা নিউজিল্যান্ডের মাটিতে কাজে লাগাতে। বুধবার নিউজিল্যান্ড সফরের প্রথম বহরে দলের সাথে যাওয়ার আগে বিমান বন্দরে মিরাজ বলেন,
'আসলে প্রতিদিন যত খেলব তত অভিজ্ঞতা বাড়বে, তত মাথা খুলবে। টি-টুয়েন্টি ফরম্যাট থেকে নিউজিল্যান্ড যাচ্ছি। টি-টুয়েন্টিতে কিভাবে রান রেট বাড়াতে হয়, ঝুঁকি নিতে হয়, এগুলো ওয়ানডে ফরম্যাটে আমাদের কাজে লাগবে।
'যেমন শেষের দিকে ছয়-সাত করে রান লাগলে কিভাবে রানটা করতে হবে। টি-টুয়েন্টি ফরম্যাট থেকে শেখার আছে। আমি চেষ্টা করব ওইভাবে খেলার জন্য ভালো করার জন্য।'
আগামী ১৩ই ফেব্রুয়ারি কিউইদের বিপক্ষে তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ এবং ২০ ফেব্রুয়ারি।
এর আগে ফেব্রুয়ারির ১০ তারিখ নিজেদের সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি-সাকিবরা।