অধিনায়ক কোহলিকে ইমরানের সমতুল্য মনে করেন শাস্ত্রী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুর্দান্ত পারফর্মেন্সের সাথে অধিনায়ক হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। এবার ভারতীয় দলপতিকে সাবেক পাকিস্তানি অধিনায়ক ইমরান খানের সঙ্গে তুলনা করেছেন রবি শাস্ত্রী।
ইমরান খান যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতেন তেমনি কোহলিও ভারতকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বলে মনে করেন এই ভারতীয় কোচ। কোহলিও এটাকে বেশ উপভোগ করেন বলে বিশ্বাস শাস্ত্রীর।

‘আমার মনে হয় আমরা খুব ভাগ্যবান, আমরা ভিরাট কোহলির মতো একজন অধিনায়ক পেয়েছি। ভিরাট আমাকে ইমরান খানের কথা মনে করিয়ে দেয়। সে যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়, নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে তা সত্যিই প্রশংসনীয়। সব সময় এগিয়ে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে ভিরাট।’
কোহলির অধিনায়কত্বের প্রশংসা করলেও শাস্ত্রী মনে করেন তাঁর অধিনায়কত্বের কৌশলে আরও উন্নতি করার সুযোগ রয়েছে। অবশ্য সবশেষ অস্ট্রেলিয়া সফরে এই কৌশল দিয়েই বাজিমাত করেছেন কোহলি বলে জানালেন শাস্ত্রী।
‘যদি আমাকে বলতে বলেন, তাহলে বলব এখনও অধিনায়ক হিসেবে ভিরাটের উন্নতি করার জায়গা রয়েছে। দিন দিন সে উন্নতি করছে। অস্ট্রেলিয়া সফরে ও অজিদের কৌশলে হারিয়েছে। তবে, যদি সব ফরম্যাটের ক্রিকেটের কথা বলা হয় তাহলে ভিরাটের এখনও উন্নতি করা বাকি। তবে, আমি আশাবাদী কোহলি আরও উন্নতি করবে।’
সবশেষ অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল ভারত। এরপর টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। এরপর একই ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল ভিরাট কোহলির দল।