নিউজিল্যান্ড যাচ্ছেন শফিউল, নতুন মুখ এবাদত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ডের সফরের জন্য বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন ডানহাতি পেসার শফিউল ইসলাম। একই সাথে জাতীয় দলের টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ পেসার এবাদত হোসেন।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টেস্ট এবং ওয়ানডে স্কোয়াডে এই দুইজনের অন্তর্ভুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট এবং ওয়ানডে স্কোয়াডে ছিলেন তাসকিন আহমেদ।
বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলতে নেমে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনজুরিতে পড়া তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়েছে বিসিবি। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন শফিউল এবং এবাদত।
২০১৬ সালে ঘরের মাঠে শেষ বারের মতো ওয়ানডে সিরিজ খেলেছিলেন পেসার শফিউল ইসলাম। কিন্তু জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এবাদত। বিপিএলে দুই পেসারের দুর্দান্ত পারফর্মেন্স তাঁদেরকে জাতীয় দলের দুয়ার খুলে দিয়েছে।

বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন এবাদত হোসেন। চারটি ম্যাচ খেলেছেন টুর্নামেন্টে, পেয়েছেন পাঁচটি উইকেট। চিটাগং ভাইকিংসের বিপক্ষে একাই চার উইকেট নিয়েছেন তিনি।
এদিকে ১২টি ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের এই পেসার। এবাদত জাতীয় দলের হয়ে এখনও না খেললেও ঘরোয়া ক্রিকেটে তাঁর বোলিং দুর্দান্ত।
বলের গতি এবং লাইন লেন্থের কারণে নির্বাচকদের নজরে এসেছেন ২৫ বছর বয়সী এই পেসার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯ ম্যাচ খেলে ৫৯টি উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।
টাইগারদের রঙিন পোশাকে ৫৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন শফিউল। যেখানে ৬৩ উইকেট নিয়েছেন তিনি। অভিজ্ঞতা এবং সম্প্রতি পারফর্মেন্স শফিউলকে আবার জায়গা করে দিয়েছে জাতীয় দলে।
নিউ জিল্যান্ডে বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে ১৩ ফেব্রুয়ারি, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ২৮ ফেব্রুয়ারি।
নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাঈম হাসান, শফিউল ইসলাম।
নিউজিল্যান্ড সিরিজের টেস্ট স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক, লিটন দাস, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, এবাদত হোসেন।