promotional_ad

ব্যাটিং ডুবিয়েছে আমাদেরঃ সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ১ রানে পরাজিত হওয়ার পর বিপিএলের প্লে অফে খেলার স্বপ্ন কিছুটা ধুসর হয়ে পড়েছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটসের।


ম্যাচটিতে কুমিল্লার ছুঁড়ে দেয়া মাত্র ১২৮ রানের লক্ষ্যও ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে টপকাতে সক্ষম হয়নি ঢাকা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাই পরাজয়ের পেছনে ব্যাটসম্যানদেরকে দুষেছেন অধিনায়ক সাকিব। তিনি বলেছেন,


'সকলেই ভালো বোলিং করেছে। আমি মনে করি আমরা ফিল্ডিং এবং বোলিং আসলেই ভালো করেছি শক্তিশালী কুমিল্লাকে আটকে রাখার জন্য, তবে ব্যাটিং আমাদের ডুবিয়েছে।'



promotional_ad

কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনিল নারিনদের মতো ক্রিকেটাররা থাকতেও এই মামুলি লক্ষ্য পার করতে না পারায় বেশ হতাশ সাকিব। ম্যাচটি শেষ ওভার পর্যন্ত আসাটাই উচিৎ ছিলো না, মতামত তাঁর। হতাশা চেপে রাখতে না পেরে সাকিবের ভাষ্য, 


'খুবই হতাশাজনক যে এভাবে আমরা ম্যাচটি হেরেছি। এটি শেষ ওভার পর্যন্ত আসা উচিৎ ছিলো না। এটাই হয়েছে, সুতরাং অবশ্যই এটি অনেক বেশি হতাশার।'


এই নিয়ে টানা পাঁচটি ম্যাচে পরাজিত হতে হলো ঢাকা ডাইনামাইটসকে। খুলনা টাইটান্সের বিপক্ষে শনিবার সর্বশেষ ম্যাচ খেলতে নামবে ঢাকা। সেই ম্যাচটিতে বড় ব্যবধানে জিততে হবে তাদের প্লে অফে যেতে হলে। এই সুযোগটি লুফে নেয়ার প্রত্যয় নিয়ে ডাইনামাইটস দলপতি বলেছেন,  


'শেষ ম্যাচটি আমাদের জন্য বাঁচা মরার হিসেবে বিবেচিত হচ্ছে। এখন থেকে প্রতিটি ম্যাচই নকআউট। শেষ ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। টানা পাঁচটি ম্যাচে পরাজিত হওয়ায় কাজটি সহজ হবে না। তবে এখনও সুযোগ আছে।'



উল্লেখ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ডাইনামাইটসের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করতে পেরেছিলেন কাইরন পোলার্ড। আর ৩০ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball