promotional_ad

ঢাকায় যোগ দিচ্ছেন ইংলিশ তারকা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিপিএল খেলতে বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার লুক রাইট। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন এই ইংলিশম্যান। সাসেক্স ক্রিকেটের অফিশিয়াল পেইজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সাথে ব্যক্তিগত টুইটারের পাতায় পোস্টের মাধ্যমে বিপিএলে খেলতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন রাইট।


শুক্রবার বাংলাদেশে এসে পৌঁছাবেন তিনি। শনিবার খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবেন রাইট। বিপিএলের বাকি ম্যাচ গুলো খেলবেন এই ইংলিশ ক্রিকেটার।



promotional_ad

শেষবার ২০১৭ সালের বিপিএলে রাজশাহী কিংসের হয়ে মাঠ মাতিয়েছিলেন রাইট। খেলেছিলেন ৬ ম্যাচ, ১ ফিফটিতে করেছিলেন ১৩৫ রান। ১২ চার ও ৪ ছয় হাঁকানো লুক রাইটের স্ট্রাইক রেট ছিল ১১২.৫০। সেবার বল হাতে নিতে দেখা যায়নি রাইটকে।


২০১৩ সালে বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন লুক রাইট। ৩ ম্যাচ খেলে ১ ফিফটিতে করেছিলেন ৭৮ রান। ১২ চার ও ১ ছয় হাঁকানো লুক রাইটের স্ট্রাইক রেট ছিল সেবার ১২৫.৮০। বল হাতে সেবার ৫ ওভার বল করলেও কোন উইকেট পাননি তিনি, ওভারপ্রতি রান দিয়েছিলেন ৭.৮০।


ইংল্যান্ডের হয়ে ৫০টি একদিনের ম্যাচ এবং ৫১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। ব্যাট হাতে ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে তাঁর রান যথাক্রমে ৭০৭ এবং ৭৫৯। বল হাতে নিয়েছেন যথাক্রমে ১৫ এবং ১৮ উইকেট।



ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ৩০০টি। যেখানে সাত শতক এবং ৩৮ অর্ধশতকে ৭১৯৯ রান রয়েছে তাঁর। বল হাতে ৭৯টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে।


এরআগে শ্রীলঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে দলে ভিড়িয়েছে ঢাকা ডায়নামাইটস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball