কেন্দ্রীয় চুক্তি থেকে অনেক দূরে সাব্বিরঃ নান্নু

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে জায়গা পেলেও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এখনই থাকছেন না সাব্বির রহমান। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সুপারিশে অন্তর্ভুক্ত হওয়া সাব্বিরকে চুক্তিতে ফিরিয়ে আনা সহজ হবে না, জানিয়েছেন নান্নু। এর জন্য বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যার আওতায় নেই সাব্বির। সাবেক এই টাইগার অধিনায়ক বলেছেন,

'ওয়ানডে অধিনায়কের (মাশরাফি) জোরালো সমর্থনের কারণে সাব্বিরকে (শাস্তি কমিয়ে) জাতীয় দলে ফেরানো হয়েছে। এখন জাতীয় দলে ফিরেছে বলে তাকে কেন্দ্রীয় চুক্তিতে ফেরাতে হবে, ব্যাপারটা এত সহজ নয়। কেন্দ্রীয় চুক্তিতে ফিরতে হলে কিছু প্রক্রিয়া থাকে। সাব্বির সে প্রক্রিয়ার বাইরে আছে।'
তবে সাব্বির নয়, বরং নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে নির্বাচকদের পছন্দের তালিকায় ছিলেন বিপিএলে ব্যাট হাতে ঝলক দেখানো চিটাগাং ভাইকিংসের ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী। কিন্তু মাশরাফির কল্যাণেই সুযোগ পেয়েছেন সাব্বির,
‘সাব্বির সামনের মাসের নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রাথমিকভাবে বিবেচনায় ছিলেন না। আমাদের ভাবনায় ছিলেন চিটাগং ভাইকিংসের চৌধুরী ইয়াসির আলী রাব্বি', বলেন নান্নু।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সাব্বিরকে অন্তর্ভুক্ত করতে হলে নিয়ম শৃঙ্খলার বিষয়টিও বিবেচনা করতে হবে, জানিয়েছেন প্রধান নির্বাচক। পাশাপাশি মাঠের পারফর্মেন্সও উন্নতি করতে হবে তাঁকে। নান্নুর ভাষ্যমতে,
'জাতীয় দলের বাইরে থাকা অবস্থায় তাঁর (সাব্বিরের) ঘরোয়া পারফর্মেন্স বলার মতো পর্যায়ে নেই। যেহেতু জাতীয় দলে ফিরেছেন, যদি খেলার বাইরে তার আচরণের সঙ্গে মাঠের ক্রিকেটে পারফরম্যান্সে উন্নতি হয়, তখন হয়তো তার চুক্তির বিষয়টা বিবেচনায় আসবে।'