শীর্ষে থেকেই ঢাকায় পা রাখলেন তাসকিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে এখন পর্যন্ত পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে শীর্ষে আছেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ। চট্টগ্রাম পর্ব শেষে ১১ ম্যাচে ৮.৭৫ ইকোনমি রেটে ২১ উইকেট দখলে নিয়েছেন তিনি।
চিটাগাং ভাইকিংসের বিপক্ষে গত ৯ই জানুয়ারির ম্যাচে ২৮ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং ফিগার। তাসকিনের পরের অবস্থানেই আছেন চিটাগাং ভাইকিংসের পেসার আবু জায়েদ রাহি।

১১ ম্যাচ খেলে ৮.২১ ইকোনমিতে ১৮টি উইকেট নিয়েছেন তিনি। যেখানে তাঁর সেরা বোলিং ছিলো ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে। গত ম্যাচে ২৫ রানে ৩ উইকেট শিকার করেছিলেন রাহি।
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন যথাক্রমে ফরহাদ রেজা এবং সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের হয়ে খেলা রেজা এখন পর্যন্ত ১১টি ম্যাচে শিকার করেছেন ১৭টি উইকেট।
৮.০৩ ইকোনমিতে বোলিং করা এই ডানহাতির সেরা গত ২২শে জানুয়ারি খুলনা টাইটান্সের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট নিয়েছিলেন। অপরদিকে ডাইনামাইটস অধিনায়ক সাকিবও রয়েছেন বল হাতে দারুণ ফর্মে।
মোট ১০টি ম্যাচ খেলেছেন তিনি এখন পর্যন্ত। যেখানে ৭.৩৮ ইকোনমিতে তাঁর শিকার ১৭টি উইকেট। ২১শে জানুয়ারি চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং এবারের বিপিএলে।
রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আছেন তালিকার পঞ্চমে। ১১ ম্যাচে ৬.৮৩ ইকোনমিতে তিনিও শিকার করেছেন ১৭টি উইকেট। তবে গড় রানের দিক থেকে পিছিয়ে থাকায় রেজা এবং সাকিবের পরে অবস্থান তাঁর।