ভারতকে উড়িয়ে দিলেন বোল্ট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের কাছে প্রথম তিন ম্যাচে পাত্তাই পায় নি স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম তিন ওয়ানডে হেরে আগেই সিরিজ খুইয়ে বসেছিল কেন উইলিয়ামসনের দল। তবে চতুর্থ ওয়ানডেতে দেখা গেল ভিন্ন চিত্র। ভিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি বিহীন ভারতকে উড়িয়ে চতুর্থ ওয়ানডেতে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে কেন উইলিয়ামসনের দল। ২১ রান খরচ করে ৫ উইকেট নেয়ায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট।
এদিন টসে হেরে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন কিউই দলপতি কেন উইলিয়াসন। নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি বিশ্রামের কারণে দেশে ফিরে যাওয়ায় এই ম্যাচে ভারতের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন রোহিত শর্মা।
ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে অধিনায়কত্ব কাঁধে পেয়ে ব্যাট হাতে ৭ রানের বেশী করতে পারেন নি তিনি। দলীয় ২১ রানে ১৩ রান করা ধাওয়ান বোল্টের প্রথম শিকার হয়ে ফেরার খানিক পরই বোল্টকে তাঁর বলেই ক্যাচ দিয়ে বসেন রোহিত। এরপর দলীয় ৩৩ রানের সময় জোড়া আঘাত হানেন কলিন ডি গ্র্যান্ডহোম। আম্বাথি রাইয়ুডু এবং দীনেশ কার্ত্তিককে ০ রানে বিদায় করেন তিনি।

এরপরের ওভারে বোলিংয়ে এসে অভিষিক্ত ব্যাটসম্যান শুভমান গিলকে নিজের তৃতীয় উইকেট হিসেবে তুলে নেন বোল্ট। গিলের ব্যাট থেকে আসে ২১ বলে ৯ রান। ৩৩ রানে ৫ উইকেট হারানো ভারত দলীয় ৩৫ রানে কেদার যাদব এবং ৪০ রানে ভুবনেশ্বর কুমারকে হারিয়ে বসলে ১০০'র আগে অল আউট হওয়ার শঙ্কায় পড়ে ভারত।
হার্দিক পান্ডিয়া ১৬ রানে বোল্টের ৫ম শিকার হয়ে ফিরলে ৩০.৫ ওভারে শেষ পর্যন্ত মাত্র ৯২ রানে অল আউট হয় রোহিত শর্মার দল। শেষের দিকে কুলদিপ যাদব ৩৩ বলে ১৫ এবং যুবেন্দ্র চাহাল ৩৭ বলে স্কোরবোর্ডে যোগ করেন ১৮ রান।
৯৩ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম তিন বলে ১৪ রান তুলে নেন ওপেনার মার্টিন গাপটিল। চতুর্থ বলে ভুবনেশ্বর কুমারকে উইকেট ছুঁড়ে দিলেও কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস মিলে কিউইদের রানের চাকা সচল রাখেন।
১১ রান করে উইলিয়ামসন কার্ত্তিকের হাতে ভুবনেশ্বরের দ্বিতীয় শিকার হয়ে ফিরলেও নিকোলসের অপরাজিত ৩০ এবং রস টেইলরের ২৫ বলে ৩৭ রানের উপর ভর করে ১৪.৪ ওভারে ৮ উইকেটের জয় তুলে নেয় কিউইরা। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন ভারতের ভুবনেশ্বর কুমার।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ৯২ অল আউট (৩০.৫ ওভার) (যুবেন্দ্র চাহাল ১৮), ( বোল্ট ৫/২১)
নিউজিল্যান্ডঃ ৯৩/২ (১৪.২ ওভার) (রস টেইলর ৩৭), (ভুবনেশ্বর কুমার ২/২৫)