মৃত্যুঞ্জয়ের চার উইকেট

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ঃ ২৩৪/৭ (৪৮.২ ওভার)
(অ্যালড্রিজ ০*, বাল্ডারসেন ১১*; মৃত্যুঞ্জয় ৪/৩৬)
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে কক্সবাজারে সিরিজের দ্বিতীয় ম্যাচ লড়াই করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইতিমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দলটি।
লাগাম নিজেদের হাতে নিল বাংলাদেশঃ দারুণ খেলতে থাকা গোল্ডসওর্থিকে সাজঘরে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। দলীয় ৪৬তম ওভারে ৭৩ রানে ফিরিছেন টাইগার বোলারদের শাসন করা এই ব্যাটসম্যান।
এরপর একে একে আরও দুইটি উইকেটের পতন ঘটে ইংলিশদের। জর্ডান কক্সকে শূন্য রানে একই ওভারে ফিরিয়েছেন মৃত্যুঞ্জয়। এরপর নতুন ব্যাটসম্যান ডন মোসলেকে এক রানে ফেরান গত ম্যাচে তিন উইকেট নেয়া তানজিম সাকিব। পরের ওভারে এসে আবার ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন মৃত্যুঞ্জয়। ১২ রান করা হিলকে সরাসরি বোল্ড করে ফেরান তিনি। চার উইকেট নিয়েছেন এই পেসার।

বর্তমানে ইংল্যান্ডের হয়ে উইকেটে রয়েছেন ক্যাসি অ্যালড্রিজ (০) এবং জর্জ বাল্ডারসেন (১১)। বর্তমানে ইংলিশদের সংগ্রহ ২৪০ রান, ছয় উইকেটের বিনিময়ে।
দুইশ ছাড়িয়ে ইংল্যান্ডঃ দলীয় ৪৩ ওভারে দ্বিশতক রান সংগ্রহ করেছে ইংলিশরা। তবে এর আগে ১৯৯ রানে আরেকটি উইকেটের পতন ঘটে দলটির। ৪৮ রান করা দলের অধিনায়ক স্মিথ আউট হয়েছেন মৃত্যুঞ্জয়ের বলে। ১১২ রানের জুটি ভাঙ্গেন এই বোলার। তবে ব্যাট হাতে এখনও উইকেটে থিতু হয়ে আছেন গোল্ডসওর্থি। ৬৪ রানে ব্যাটিং করছেন তিনি।
নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন জর্জ হিল। বর্তমানে ইংলিশদের সংগ্রহ ২০৩, তিন উইকেটের বিনিময়ে।
উইকেটের খোঁজে টাইগার যুবারাঃ ৮৭ পরপর দুই উইকেট যাওয়ার পর ব্যাট হাতে টাইগার বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন স্মিথ এবং গোল্ডসওর্থি। ইতিমধ্যে তাঁদের ব্যাটিংয়ে দলীয় দেড়শ রান পেরিয়েছে ইংলিশ যুবারা।
তৃতীয় উইকেট জুটি তাঁরা দুইজন ৭০ রান সংগ্রহ করেছেন। ইংলিশ অধিনায়ক স্মিথ ব্যাটিং করছেন ৩০ রানে এবং গোল্ডসওর্থি ব্যাটিং করছেন ৪০ রানে।
দুই উইকেটের পতন ইংল্যান্ডেরঃ ব্যাটিং নিয়ে শুরুটা দারুণ করেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন চার্লসওর্থ এবং উইল স্মিড। ১৮ ওভার পর্যন্ত খেলেছেন দুই ব্যাটসম্যান। টাইগার যুবাদের রীতিমত শাসন করেছেন তাঁরা দুইজনে।
উইকেটের খোঁজে মরিয়া টাইগারদের প্রথম সাফল্য আসে আশরাফুল ইসলাম সিয়ামের হাত ধরে। দলীয় ১৮.১ ওভারে তাঁদের দুইজনের ৮৭ রানের জুটি ভাঙ্গেন তিনি। ৫৫ বলে ৩৯ রান করা চার্লসওর্থকে ফিরিয়েছেন তিনি।
চার্লসওর্থের বিদায়ের পরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার উইল স্মিড। ৫৬ বলে ৪৩ রান করা এই ব্যাটসম্যানকে সরাসরি বোল্ড করে সাজঘরের পথ দেখান লেগ স্পিনা রিশাদ আহমেদ।
বর্তমানে ইংল্যান্ডের নতুন দুই ব্যাটসম্যান জ্যামি স্মিথ এবং লুইস গোল্ডসওর্থি উইকেটে রয়েছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশঃ আকবর আলি (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, শামিম হোসেন, রাকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, মোহাম্মদ প্রান্তিক, তানজিম হাসান সাকিব।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ একাদশঃ বেন চার্লসওর্থ, জর্ডান কক্স , উইল স্মিড, জ্যামি স্মিথ (অধিনায়ক), ডন মোসলি, ডন লিচ, জর্জ হিল, লুইস গোল্ডসওর্থি, ক্যাসি অ্যালড্রিজ, হামিদুল্লাহ কাদরি, জর্জ বাল্ডারসেন।