promotional_ad

ওয়াকারের সংস্পর্শে আরও পরিণত হচ্ছেন তাসকিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপিএলে ভালো পারফর্ম করার সুবাদে জাতীয় দলের দরজাটা আবারও খুলে গিয়েছে পেসার তাসকিন আহমেদের। দল থেকে বাদ পড়ার পরার পাশাপাশি ইনজুরি সমস্যা কাটিয়ে অনেক পরিশ্রম করেছেন তিনি। সেই সঙ্গে চলতি বিপিএলে সিলেট সিক্সার্সের কোচ পাকিস্তানের কিংবদন্তী ওয়াকার ইউনিসের পরামর্শ নিয়ে নিজেকে আরও পরিণত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন তাসকিন। ওয়াকার তাঁকে বলেছেন, নিজের মধ্যে বড় কোন পরিবর্তন না আনতে। পেস ঠিক রেখে সব কিছু সহজ রাখার উপদেশ দিয়েছেন তিনি।


নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টেস্ট দলে ডাক পাওয়া তাসকিন চলতি বিপিএলে ১০ ম্যাচ নিয়েছেন ১৬ উইকেট। ছন্দ আর আত্মবিশ্বাস থাকলে তাসকিনের বিশ্বাস ক্রিকেটে সব কিছুই অর্জন করা সম্ভব। ওয়াকার তাঁকে বোলিংয়ের সময় বলেছিলেন আত্মবিশ্বাস রেখেই বল করতে।


promotional_ad

এছাড়া যখনি তিনি সুযোগ পান ওয়াকারের কাছ থেকে পরামর্শ নেন। আগে যেসব ভুল করেছেন সেগুলো পুনরায় যেন না হয় সেগুলোই খেয়াল রাখার চেষ্টা করেন এই ডানহাতি পেসার। সাংবাদিকদের সাথে আলাপকালে তাসকিন জানান,


'আসলে আল্লাহর রহমতে ভালো হচ্ছে ইনশাল্লাহ। আমি আসল জিনিসটা চেষ্টা করেছি। নিজের বেসিকটা ঠিক রেখে লাইন লেংথ ভারসাম্য ঠিক রেখে। আর ২০১৮ সালে অনেক কঠিন পরিশ্রম করেছি। আল্লাহর রহমত তো ছিল, বাবা মার সমর্থন ছিল। আমাদের সিলেটের যে প্রধান কোচ ওয়াকার ইউনুস সে অনেক সাহায্য করছে। 


'মূল জিনিসটা আসলে ছন্দ আর আত্মবিশ্বাস। ও আমাকে বোঝানোর চেষ্টা করেছে আমি ভালো অবস্থায় আছি প্রথম দিন থেকে যখন নেটে বল করতে দেখছিল। খালি আত্মবিশ্বাস রেখে বল করতে। কিছু ছোট ছোট ভুল উনি ধরিয়ে দিয়েছে। ওইগুলো নিয়ে কাজ করেছি। ওভারঅল রিদমটা ভালো আছে আল্লাহর রহমতে। লাইন লেংথ কন্সিস্টেন্সি এগুলো নিয়ে আরেকটু মনোযোগী ছিলাম মাঠের মধ্যে। কিছুটা অভিজ্ঞতাও বটে।


'আগে যেমন আমি বাউন্ডারি হলে আরও জোরে বল করার চেষ্টা করতাম। জোর তো আমার শক্তি। অবশ্যই আমার ভালো পেসে ভালো লেংথে বল করতেই হবে। সেই সঙ্গে আমি ভেরিয়েশনেরও চেষ্টা করছি। প্রতিনিয়তই আমি সুযোগ পেলে ওয়াকার স্যারের সঙ্গে কথা বলছি উনি আসলে তেমন বড় কোন চেঞ্জের কথা বলে নাই। জাস্ট সহজ রাখতে বলেছে। পেসটা যাতে কোনভাবেই না কমে। তবে যতটুকু পারছি উনার থেকে নেওয়ার চেষ্টা করছি।'


বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেই ২০১৭ সালের অক্টোবরের পর ফের জাতীয় দলে ফিরেছেন তাসকিন আহমেদ। নিউজিল্যান্ড সফরে সুযোগ পাওয়া এই ক্রিকেটার অবশ্যই চাইবেন পারফর্মেস দিয়ে বিশ্বকাপের দলেও জায়গা পাকা করে নিতে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball