promotional_ad

দুইশ'র ঘরে ইংল্যান্ড

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ঃ ২০১/৭ (৪৮ ওভার)


(হলম্যান ৩১*, অ্যালড্রিজ ১৭*; সাকিব ৩/২৯)


কক্সবাজারে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে ব্যাটিং করছে সফরকারীরা।


দুইশ'র ঘরে ইংল্যান্ডঃ ৬১ রান করা ব্যাটসম্যান গোল্ডসওর্থিকে রান আউট করে ফিরিয়েছেন মাহমুদুল হাসান। তাঁর বিদায়ের পর উইকেটে নেমে ব্যাট হাতে দ্রুত রান তোলা শুরু করলেন অ্যালড্রিজ। ১৩ বলে তিন চারে ১৭ রান তুলে নিয়েছেন তিনি। তাঁর সাথে রান তোলায় যোগ দিয়েছেন হলম্যানও। ইতিমধ্যে ৩১ রান তুলে নিয়েছেন তিনি।



promotional_ad

বর্তমানে ইংল্যান্ড যুবারা ২০১ রান সংগ্রহ করেছেন ৪৮ ওভার শেষে।


দুইশ পেরোনোর লক্ষ্যে ইংল্যান্ডঃ রান বাড়ানোর জন্য হাত খুলে মারার চেষ্টায় আছে ইংলিশ দুই ব্যাটসম্যান গোল্ডসওর্থি এবং হলম্যান। কিন্তু বাংলাদেশের বোলারদের বিপক্ষে ব্যাটিং করা কঠিন হয়ে পড়ছে তাদের। ৪৫ ওভার শেষে ১৭৭ রান সংগ্রহ করতে পেরেছে সফরকারী দলটি।


৯৮ বলে ৬১ রান নিয়ে উইকেটে থিতু গোল্ডসওর্থি আগ্রাসী ব্যাটিং করার চেষ্টায় আছে। ৪৮ বলে ২৪ রান নিয়ে গোল্ডসওর্থিকে ভালো সঙ্গ দিচ্ছেন হলম্যান।


সাকিবের দুর্দান্ত বোলিংঃ ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ড যুবাদের চেপে ধরেছে ক্ষুদে টাইগাররা। দলীয় দুই রানেই ওপেনার জর্ডান কক্সকে সাজঘরের পথ দেখান তানজিম হাসান সাকিব। একই ওভারে তিনে নামা ইংলিশ ব্যাটসম্যান উইল স্মিডকে শূন্যরানে ফেরান সাকিব। দলীয় ২ রানে ২ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।


ভালোভাবেই তাদেরকে চেপে ধরেছিল টাইগার যুবারা। এরপর আরেক ওপেনার এবং চারে নামা ব্যাটসম্যান জ্যামি স্মিথ জুটি গড়ার চেষ্টা করেন। ৩৮ রানের জুটিও গড়ে ফেলেছিলেন দুইজনে। তাদের এই জুটি আর বড় করতে দেননি সাকিব। ১২ রানে ফিরিয়েছেন স্মিথকে, ৪০ রানে তিন উইকেট হারায় ইংল্যান্ড। সবগুলো উইকেটই নেন সাকিব।


এরপর ওপেনার বেন চার্লেসওর্থকে ২৬ রানে আউট করেন আশরাফুল ইসলাম সিয়াম। টম লেমনবিকে ১৭ রানে সাজঘরের পথ দেখান রাকিবুল হাসান। দলীয় ১০৭ রানে ভালো খেলতে থাকা জর্জ হিলকে ৩০ রানে ফেরান রাকিবুল।



বর্তমানে সপ্তম উইকেট জুটিতে ভালো ব্যাটিং করে যাচ্ছেন লুইস গোল্ডসওর্থি এবং লুক হলম্যান। ইতিমধ্যে ৫১ রানের ইনিংস খেলে ফেলেছেন গোল্ডসওর্থি। ২১ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন হলম্যান। ৪২ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ১৬৩।


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশঃ আকবর আলি (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, শামিম হোসেন, রাকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, মোহাম্মদ প্রান্তিক, তানজিম হাসান সাকিব।


ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ একাদশঃ বেন চার্লসওর্থ, জর্ডান কক্স , উইল স্মিড, জ্যামি স্মিথ (অধিনায়ক), টম লেমনবি, জর্জ হিল, লুইস গোল্ডসওর্থি, ক্যাসি অ্যালড্রিজ, হামিদুল্লাহ কাদরি, অ্যাডাম ফিঞ্চ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball