বর্ষসেরা বোলিং পারফর্মেন্সে মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে বোলিং পারফর্মেন্স অব দ্যা ইয়ারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা।
সোমবার ফেসবুক পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছে ক্রিকইনফো। মোট দশটি পারফর্মেন্সকে তারা ওয়ানডের সেরা বোলিং পারফর্মেন্সের জন্য মনোনয়ন দিয়েছে। এর মধ্যে থেকে একটিকে তারা সেরা পারফর্মেন্স ঘোষণা করবে।
মাশরাফি ছাড়াও মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, ইংলিশ অলরাউন্ডার টম কুরান, ভারতীয় স্পিনার কুলদীপ যাদভ, লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া, ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার ও প্রোটিয়া পেসার ডেল স্টেইন।

মাশরাফি উইন্ডিজ সফরে প্রভিডেন্স পার্কে তাঁর দারুণ পারফর্মেন্সের কারণে বর্ষসেরা বোলিং পারফর্মেন্সের মনোনয়ন পেয়েছেন। সেই ম্যাচে টাইগার দলপতি ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন।
এই ম্যাচে বাংলাদেশ দল জিতেছিল ৪৮ রানের ব্যবধানে। বাংলাদেশ আগে ব্যাট করে তামিম ইকবালের অপরাজিত ১৩০ ও সাকিব আল হাসানের ৯৭ রানে ২৭৯ রানের বড় পুঁজি পেয়েছিল।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাশরাফির দাপুটে বোলিংয়ে উইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ২৩১ রান। এদিকে, এই তালিকায় দুটি পারফর্মেন্স জায়গা করে নিয়েছে ট্রেন্ট বোল্টের।
পাকিস্তানের বিপক্ষে ডুনেডিনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৭ রানের বিনিময়ে নেয়া তাঁর ৫ উইকেটের পারফর্মেন্সটির জায়গা করে নিয়েছে। এছাড়া, আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৪ রানের নেয়া ৩ উইকেটের পারফর্মেন্সটি এই তালিকায় আছে।