promotional_ad

সাব্বিরের অন্তুর্ভূক্তি নিয়ে ধোঁয়াশায় পাপন

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কদিন আগেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সবচেয়ে বড় চমক নিষেধাজ্ঞায় থাকা সাব্বির রহমান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন সাব্বির কিভাবে দলে ঢুকেছে তা জানেন না তিনি।


সোমবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, তাকে বলা হয়েছিল সাব্বিরের শাস্তি শেষ। তিনি মনে করছেন সাব্বিরের শাস্তির মেয়াদ কমানো হয়েছে। এই কারণে তাকে দলে নেয়া হয়েছে।


'যখন আমার কাছে লিস্টটা সইয়ের জন্য আসে সবার সই হয়ে যাবার পরে, তখন আমি জিজ্ঞেস করেছিলাম ওর শাস্তির ব্যাপারটা। ওর শাস্তি শেষ হচ্ছে কবে? হয়ত ভুল করে বলেছে শাস্তি শেষ। হতে পারে মেয়াদ কমিয়ে দেয়াতে ওর শাস্তি কমে গেছে। আমি আর পরে জিজ্ঞেস করিনি।'



promotional_ad

'আমি জানতাম না শাস্তির কি অবস্থা। ওরা বলেছে শেষ। এই জানুয়ারিতে শাস্তির মেয়াদ শেষ আমি যতটুকু জানি। আমাকে তাই বলা হয়েছিল। একটা কারণ হতে পারে শৃঙ্খলা কমিটি হয়ত শাস্তি কমিয়েছে। সেটা আমার সাথে আলাপ হয়নি।'


শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বিরকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছিল বিসিবি। যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। তাঁর নিষেধাজ্ঞা কমিয়ে জানুয়ারি পর্যন্ত করেছে বিসিবি। একথা জানিয়েছেন নির্বাচকরা।


সাব্বির দলে ঢুকলেও তাঁর খেলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তাকে মানসিকতা পরিবর্তনের জন্য দলের সঙ্গে নেয়া হতে পরে ধারণা তাঁর। কারণ শাস্তির মেয়ার শেষে কদিন আগে তাকে দলে নেয়ার অন্য কোনো কারণ দেখছেন না তিনি।


'আমার মনে হয় তাকে খেলাতে নাও পারে। দলের সাথে নিয়ে গিয়ে তাঁর অনুভূতি, মানসিকতা সব কিছু ঠিক করার জন্য হতে পারে। তা না হলে ১৫-২০ দিন আগে নেয়ার কোনো কারণ দেখি না। ১৫-২০ দিন পরে তো শাস্তি শেষই হয়ে যেত।'



গত কয়েক মাস ধরে দল গঠনে কোনো হস্তক্ষেপ করছেন না বলেও জানালেন নাজমুল হাসান। সাব্বিরের অন্তর্ভূক্তিতে কোচ ও অধিনায়কের ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন তিনি।


'আমি আগে প্রতিটি জিনিসে যেভাবে জড়িত ছিলাম বিশেষ করে দলের ব্যাপারে, স্কোয়াড নিয়ে। গত তিন মাস ধরে আমি এগুলোর বাইরে। আমি হস্তক্ষেপ করছি না। আমার মনে হয় সাব্বিরেকে রেখেছে কারণ, অধিনায়ক, কোচ সবাই চাচ্ছে। বিশেষ করে বিশ্বকাপের জন্য। তারা বলছিল যদি ও পারফর্ম করে তাহলে বিশ্বকাপে তাঁর একটা সুযোগ আছে। তাই বিশ্বকাপের আগ মূহুর্তে যেহেতু এই সিরিজটা।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball