রনির অর্ধশতক, ঢাকার দেড়শ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


ঢাকা ডায়নামাইটসঃ ১৫১/৪ (১৬ ওভার)


রনি ৫১*, পোলার্ড ৭*


বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজ সন্ধ্যার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্স। ইতিমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান।


রনির অর্ধশতকঃ


promotional_ad

শুরু থেকে দেখেশুনে খেলে মাত্র ২৯ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন রনি তালুকদার। 


ব্যর্থ রাসেলঃ


রাসেল ১৪ রান করে মাশরাফির বলে ফরহাদ রেজাকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।


লম্বা ইনিংস খেলতে ব্যর্থ নারিন-সাকিবঃ


ওপেনিংয়ে নেমে ২৮ রান করে নাজমুল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ফরহাদ রেজার তালুবন্দি হয়েছেন সুনীল নারিন। এরপর ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। তিনি ২৫ রান করে ফরহাদ রেজার বলে বোল্ড হয়েছেন।


সাজঘরে জাজাইঃ


ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন ঢাকার দুই ওপেনার নারিন ও জাজাই। দলীয় ৩৫ রানে ১৭ রান করে ফরহাদ রেজার বলে জাজাই উইকেটের পেছনে ক্যাচ দিলে এই জুটি ভাঙে।


ঢাকা ডায়নামাইটস একাদশ:-


সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, শুভগত হোম, রনি তালুকদার, শাহাদাত হোসেন, কাজী অনিক, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারিন, হযরতউল্লাহ জাজাই।


রংপুর রাইডার্স একাদশ:-


ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), ফারহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball