বোলিং নিষিদ্ধ ভারতের স্পিনারের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়েছেন ভারতের স্পিনার আম্বাথি রাইয়ুডু। সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) তাঁর বোলিং নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বোলিং করার পর রাইয়ুডুর অ্যাকশনের বৈধতা নিয়ে রিপোর্ট করে ম্যাচ অফিশিয়ালরা।

পরবর্তীতে ৩৩ বছর বয়সী ভারতীয় এই পার্ট-টাইম স্পিনারের বিপক্ষে টিম ম্যানেজমেন্টের কাছে প্রতিবেদন জমা দেয় তাঁরা।
এই অভিযোগের ভিত্তিতে আইসিসির অধীনে ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হতো রাইয়ুডুকে। কিন্তু তিনি নিজেই এই পরীক্ষা না দেয়ার সিদ্ধান্ত নেন। যেকারণে তাঁর বোলিং নিষিদ্ধ করে আইসিসি।
এরপর যদি রায়ুডুর বোলিং করতে চান তাহলে তাঁকে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আইসিসির কাছ থেকে বৈধতা নিতে হবে। বোলিং অ্যাকশনের ৪.২ ধারায় তাঁকে এই শাস্তি দেয় আইসিসি।
তবে বিসিসিআইকে পাঠানো আইসিসির বার্তায় বলা হয়েছে, রাইয়ুডু চাইলে ঘরোয়া টুর্নামেন্টে বোলিং করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি ম্যাচ খেললেও এখন পর্যন্ত মাত্র ৯টি ম্যাচে বোলিং করেছেন তিনি।