সরফরাজের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ পিসিবি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বর্ণবাদী মন্তব্যের জন্য পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদকে চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ব্যাপারটি সাধারণ ভাবে মেনে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তারা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। রবিবার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে আইসিসির এই সিদ্ধান্তে তারা হতাশ। তারা আশা প্রকাশ করেছিলেন যে ব্যাপারটি দুই বোর্ড ও খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
'সরফরাজকে নিয়ে দেওয়া আইসিসির এই সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করছে পিসিবি। কারণ, পিসিবি আশা করেছিল, সরফরাজ আহমেদ ক্ষমা চাওয়ার পর বিষয়টা দুই খেলোয়াড় এবং দুই বোর্ডের মধ্যেই মীমাংসা হয়ে যাবে, যেটা ইতিমধ্যেই খেলোয়াড়েরা পারস্পরিক গ্রহণ করে নিয়েছে। এমনকি দুই বোর্ড এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলও বিষয়টা মেনে নিয়েছে।’

বর্ণবাদী আচরণ করার পর বেশ অনুতপ্ত সরফরাজ। শাস্তির হাত থেকে বাঁচার জন্য তিনি সব রকমের চেষ্টাই করেছেন। আন্দিলে ফেহলুকেয় ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছে টুইট বার্তায় ক্ষমা চান তিনি।
প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস দলের পক্ষ থেকে ক্ষমা করছেন বলেও জানিয়েছিলেন। তবে বিষয়টি ভালো ভাবে নেয়নি আইসিসি। ফলে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।
নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডের পাশাপাশি পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচেও খেলতে পারবেন না পাক দলপতি সরফরাজ।
এদিকে, পিসিবি জানিয়েছে তারা এই আইনের নীতি সংশোধনের প্রস্তাব করবে আইসিসির ফোরামে। তবে, বর্ণবাদী মন্তব্য বা আচরণকে তারা কোনো ভাবেই মেনে নিবে না বলেও নিশ্চিত করেছে।
‘আইসিসি ফোরামে এ বিষয়টা উত্থাপন করবে পিসিবি। যাতে করে এই আইনের নীতি সংশোধন করা হয়। যেখানে শাস্তির পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বপূর্ণ অবস্থানকে মূল্যায়ন করা হবে। একই সঙ্গে পিসিবি যে কোনো ধরনের বর্ণবাদী মন্তব্য বা আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসের বিষয়টা পুনরায় জানিয়ে দিচ্ছে।’