নিষেধাজ্ঞায় সরফরাজ আহমেদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বর্ণবিদ্বেষী মন্তব্য করায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ খেলছেন না তিনি।
যদিও আইসিসি কিংবা পিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন নির্দেশনা দেয়া হয়নি। তবে টস করতে এসে সরফরাজের নিষিদ্ধ হওয়ার বিষয়টি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

টস শেষে তিনি বলেন, 'আমরা শুনেছি তাঁকে চার ম্যাচের জন্য দলের বাইরে রাখা হবে।' সরফরাজ দলের বাইরে থাকায় পাকিস্তানের নেতৃত্ব দিবেন দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।
দলের বাইরে থাকা সরফরাজ নিয়ে খোলাসা করে কিছু বলেননি মালিক। টসের সময় বলেন, 'আমরা সকলে তাঁকে দলে চাই। কিন্তু যে ঘটেছে আমদের সকলেই জানা। এই নিয়ে কিছু বলতে চাই না।'
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান অ্যান্দাইল ফেহলুকেয়কে 'কালো' বলে সম্বোধন করেছিলেন সরফরাজ। যা স্পট স্ট্যাম্প মাইকে শোনা গিয়েছিল।
বর্ণবাদী মন্তব্য করায় ক্রিকেট বিশ্বে সমালোচিত হন পাকিস্তানের অধিনায়ক। যদিও তিনি কাউকে মনঃক্ষুণ্ণ করতে এমন কিছু বলেননি বলে নিজের টুইটারের পাতায় লিখেছিলেন। পাশাপাশি তাঁর এমন আচরণের জন্য জন্য ক্ষমাও চেয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকা তাঁকে ক্ষমা করে দিয়েছিল। কিন্তু আইসিসির চোখ এড়াতে পারেননি সরফরাজ। তাঁর এই আচরণ নিয়ে তদন্ত শুরু হয়। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডও সরফরাজের এই আচরণ ভালোভাবে মেনে নেয়নি।