ছিটকে গেলেন কুমারা, শঙ্কায় চামিরাও

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন শ্রীলংকার পেসার লাহিরু কুমারা। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও খেলতে পারবেন না এই পেসার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট চলাকালীন সময় ইনজুরিতে পড়েন কুমারা। যেকারণে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে আর ফিল্ডিংয়ে দেখা যায় নি তাঁকে। তাছাড়া তৃতীয় দিন ব্যাটিংও করেননি তিনি দলের পক্ষে।

কুমারার পাশাপাশি দলের আরেক পেসার দুশ্মন্ত চামিরাও ইনজুরিতে পড়েছেন। সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। লঙ্কান অধিনায়ক চান্দিমাল বলেছেন,
'কুমারার ইনজুরিটি গুরুতর। চার থেকে ছয় সপ্তাহের জন্য তাঁকে মাঠের বাইরে থাকবে হবে। দ্বিতীয় টেস্টে তাঁকে পাচ্ছিনা আমরা। চামিরাও ইনজুরিতে পড়েছে। তাই আমাদের আরও দুজন বোলার লাগবে স্কোয়াডে।'
হ্যামস্ট্রিং ইনজুরিতে গেল সপ্তাহে ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আরেক পেসার নুয়ান প্রদীপ। এছাড়া দলের ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউসও একই কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে মাঠের বাইরে আছেন।
ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন দিনেই টেস্ট হেরেছে শ্রীলংকা। এক ইনিংস এবং ৪০ রানে তাঁদের হারিয়েছে অজিরা। ১ তারিখ ক্যানবেরায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি।