আফ্রিদি-শচীনের রেকর্ড ভাঙ্গলেন নেপালের রোহিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শহীদ আফ্রিদি-শচীন টেন্ডুলকারদের রেকর্ড ভেঙ্গেছেন নেপালের ব্যাটসম্যান রোহিত পাউডেল। মাত্র ১৬ বছর ১৪৬ দিনে ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অর্ধশতক হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান।
তাঁর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের শচীন টেন্ডুলকার। যিনি ১৬ বছর ২১৩ দিনে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অর্ধশতক হাঁকিয়েছিলেন। সেই ম্যাচে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

অন্যদিকে শচীনের চেয়ে ৪ দিন বেশী বয়সে ১৬ বছর ২১৭ দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতক হাঁকিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শ্রীলংকার বিপক্ষে সেই ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন তিনি।
রোহিতের অর্ধশতকের উপর ভর করে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আরব আমিরাতকে ২৪৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় নেপাল। ৫৫ বলে ৫৮ রানের ইনিংস খেলার পর সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৫ বছর ৩৩৫ দিনে অভিষেক হয়েছিল পাউডেলের। গেল বছরের আগস্টে চতুর্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নেপালের হয়ে অভিষেক হয় তাঁর।