ইমরুলের দুর্ভাগ্যঃ তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ৩৫০'র কাছাকাছি রান করলেও উইন্ডিজ সিরিজে নিজেকে মেলে ধরতে পারেন নি ইমরুল কায়েস। চলতি বিপিএলেও হাসেনি ইমরুলের ব্যাট, সঙ্গে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড থেকেও। ইমরুলের দল থেকে বাদ পড়াটাকে তাঁর জন্য দুর্ভাগ্য হিসেবে দেখছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।
নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে ডাক না পাওয়া ইমরুলের জন্য সামনে আরও সুযোগ আসবে বলে মনে করেন তামিম। সেই সুযোগগুলোকেই তাঁকে লুফে নিতে হবে বলে জানান জাতীয় দলের এই ওপেনার। তবে ক্রিকেটে এসব বিষয় মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা তামিম সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন,

'এটা দুর্ভাগ্য, একটা সিরিজে ৩৫০ রানের কাছাকাছি করেছে। পরে দুটি ম্যাচে খারাপ করেছে। এতে নির্বাচিত না হওয়া, এটাও মেনে নিতে হবে ক্রিকেটে এটা হয়, অনেক সময় পজিশন, দলের সমন্বয়ের কারণে সব কিছু মন মতো হয়তো হয় না।
তবে নির্বাচক, কোচ কিংবা অধিনায়কের মাথায় হয়তো ইমরুল ছিল। তবে ভাবনায় নিশ্চয়ই কিছু একটা ছিল বলে হয়তো তাঁকে নেওয়া হয়নি। তবে সব সময়ই সুযোগ আসে, আশা করি তখন সেটি লুফে নেবে।'
উইন্ডিজ সিরিজে ভালো করতে না পারা ইমরুল চলমান বিপিএলে কুমিল্লার জার্সিতে এখনও বড় কোন ইনিংস খেলতে পারেন নি। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকা এই ব্যাটসম্যানের এবারের আসরের সর্বোচ্চ ইনিংস মাত্র ৩০ রানের।