promotional_ad

অজিদের তিন দিনেই দিবারাত্রির টেস্ট জেতালেন কামিন্স

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে শ্রীলংকাকে একাই হারিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নিয়েছেন ৬টি উইকেট। তাঁর ১০ উইকেট নেয়ার সুবাদে ম্যাচটির তৃতীয় দিনেই অস্ট্রেলিয়া জয় পেয়েছে এক ইনিংস এবং ৪০ রানের বিশাল ব্যবধানে। দুই ইনিংস মিলিয়ে ৬২ রান দিয়ে ১০ উইকেট নেয়ায় ম্যাচ সেরা হয়েছেন কামিন্স। 


তৃতীয় দিন সকালে ১ উইকেটে ১৭ রান নিয়ে খেলতে নেমেছিলো সফরকারী শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোন রান যোগ না করতেই কামিন্সের বলে ০ রানে ফিরে যান অধিনায়ক দীনেশ চান্দিমাল। ২ রান পর কুশল মেন্ডিসকেও সাজঘরে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন এই পেসার।


১৯ রানে ৩ উইকেট হারালেও রোশেন সিলভা এবং লাহিরু থিরিমান্নে মিলে হাল ধরার চেষ্টায় খেলতে থাকেন লঙ্কানদের পক্ষে। এই জুটিকেও অবশ্য বেশীক্ষণ উইকেটে থিতু হতে দেন নি কামিন্স। দলীয় ৩৫ রানে রোশেন সিলভাকেও সাজঘরে ফেরত পাঠান তিনি। 


লঙ্কান টপ অর্ডারে কামিন্স একা ধ্বস নামালেও বোলিংয়ে এসে ধনঞ্জয় ডি সিলভাকে বিদায় করেন ঝেই রিচার্ডসন। ৫ উইকেট হারালেও একপ্রান্তে থিতু হয়ে ব্যাট করছিলেন থিরিমান্নে। ৩২ রান করা থিরিমান্নেকে উইকেট পেছনে আউট করে নিজের পঞ্চম উইকেট তুলে নেন কামিন্স। 


৭৯ রানে ৬ উইকেট হারিয়ে বসা শ্রীলংকার পরাজয়টা ছিল সময়ের ব্যাপার। সেখান থেকে নিরোশান ডিকওয়েলা এবং দিলরুয়ান পেরেরা ৩০ রান স্কোরবোর্ডে যোগ করলেও ঝেই রিচার্ডসনকে ২৪ রানে থাকা অবস্থায় উইকেট ছুঁড়ে দেন ডিকওয়েলা। এরপরের ওভারে দিলরুয়ান পেরেরাকে নিজের ষষ্ঠ শিকারে পরিণত করেন কামিন্স। 


promotional_ad

শেষ দিকে সুরঙ্গা লাকমল ২৪ রান যোগ করার পর নবম এবং শেষ ব্যাটসম্যান হিসেবে ১৩৯ রানে তিনিও নাথান লায়নের প্রথম শিকার হয়ে বিদায় নেন। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে লাহিরু কুমারা ব্যাটিংয়ে নামেন নি।


এর আগে প্রথম ইনিংসে প্যাট কামিন্সের বোলিং তোপে ১৪৪ রানে অল আউট হয়েছিল  শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে ট্রাভিস হেডের ৮৪ এবং মার্নাস লাবুশেনের ৮১ রানের উপর ভর করে ৩২৩ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। সুরঙ্গা লাকমল শ্রীলংকার পক্ষে ৭৫ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন। 


সংক্ষিপ্ত স্কোরঃ


শ্রীলংকা প্রথম ইনিংসঃ ১৪৪ অল আউট (৫৬.৪ ওভার)


(ডিকওয়েলা ৬৪) (কামিন্স ৪/৩৯)


অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৩২৩ অল আউট (১০৬.২ ওভার)


(হেড ৮৪) (লাকমাল ৫/৭৫)


শ্রীলংকা দ্বিতীয় ইনিংসঃ ১৩৯ অল আউট (৫০.৫ ওভার)


(থিরিমান্নে ৩২) (কামিন্স ৬/২৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball