প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো সিলেট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করেছে সিলেট সিক্সার্স। শুক্রবার রাজশাহী কিংসের বিপক্ষে ৭৬ রানের জয় পেয়েছে অলক কাপালির দল। এই জয়ে প্লে অফে খেলার আশা এখনও বাঁচিয়ে রেখেছে তাঁরা। সিলেটের ছুঁড়ে দেয়া ১৮১ রানের লক্ষ্যে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় মেহেদি হাসান মিরাজের দল।
১৮১ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'তেই দুই ওপেনারকে হারিয়ে বড় বিপদে পড়ে রাজশাহী। ইনিংসের প্রথম ওভারেই ফর্মে থাকা ব্যাটসম্যান লোরি ইভান্স উইকেট ছুঁড়ে দেন সোহেল তানভিরকে। তাঁকে এগিয়ে এসে মারতে গিয়ে মোহাম্মদ নাওয়াজের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি।
ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ফর্মে থাকা ব্যাটসম্যান লোরি ইভান্সকে হারিয়ে বসেছে রাজশাহী। প্রথম ওভারের শেষ বলে সোহেল তানভিরকে এগিয়ে এসে মারতে গিয়ে মোহাম্মদ নাওয়াজের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি।
খানিক পর ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে বসেন মমিনুল হক। দুই ওপেনারকে হারিয়ে বসা রাজশাহীর হয়ে হাল ধরেছিলেন ফজলে রাব্বি এবং রায়ান টেন ডেসকাট।
দুজন মিলে স্কোরবোর্ডে রান যোগ করার কাজটা ভালোই চালাচ্ছিলেন। অষ্টম ওভারে বোলিংয়ে এসে তাঁদের জুটি গড়ার মিশনে বাঁধা হয়ে দাঁড়ান অলোক কাপালি। টেন ডেসকাটকে বোল্ড করে তুলে নেন নিজের প্রথম উইকেট।

ডেসকাট ফিরলেও ফজলে রাব্বিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন জাকির। দুজন দেখে শুনে খেললেও দলীয় ৮১ রানে ১৭ রান করা জাকিরকে বিদায় করেন তাসকিন।
জাকির ফিরে যাওয়ার পর ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসে সিলেটের তিন ব্যাটসম্যানকে বিদায় করেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। ব্যক্তিগত ৫০ হাঁকিয়ে ফজলে রাব্বিও ফিরে যান সেই ওভারে।
এরপর আর ম্যাচে ফেরা হয় নি দলটির। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় কিংসরা। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ফজলে রাব্বি। সিলেটের পক্ষে মোহাম্মদ নাওয়াজ এবং সোহেল তানভির নেন ৩টি করে উইকেট।
এর আগে ম্যাচের শুরতে প্রথমে ব্যাট করে ব্যাটসম্যানদের নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের পুঁজি পায় সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। রাজশাহীর পক্ষে মুস্তাফিজুর রহমান নেন ৪৩ রান দিয়ে ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ১৮০/৬ (২০ ওভার)
(রয় ৪২, আফিফ ২৮) (মুস্তাফিজ ২/৪৩)
রাজশাহী কিংসঃ ১০৪ অল আউট (১৮.২ ওভার)
(ফজলে রাব্বি ৫০) (সোহেল তানভির ৩/১৭)