promotional_ad

ব্রিসবেন টেস্টের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার

গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্রিসবেন টেস্টের নিয়ন্ত্রণ বর্তমানে অনেকটাই স্বাগতিক অস্ট্রেলিয়ার হাতে রয়েছে। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রানে এগিয়ে আছে তারা। আগামীকাল টেস্টের তৃতীয় দিন ১ উইকেটে ১৭ রান নিয়ে খেলতে নামবে সফরকারী শ্রীলঙ্কা। ৬ রানে অপরাজিত থেকে ব্যাট করবেন লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে।


আজ সকালে ২ উইকেটে ৭২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়ানরা থেমেছিলো ৩২৩ রানে। পরবর্তীতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ ওভার ব্যাটিং করে ১৭ রান তুলতে ওপেনার দিমুথ করুনারত্নের উইকেটটি হারিয়েছে শ্রীলঙ্কা। ৩ রান করা এই ওপেনারকে নিজের প্রথম শিকারে পরিণত করেছেন অজি পেসার প্যাট কামিন্স।   


এদিন সকালে নাইটওয়াচম্যান নাথান লায়নকে নিয়ে ব্যাটিং করতে নেমেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার মার্কাস হ্যারিস। কিন্তু  স্কোরবোর্ডে মাত্র ৩রান যোগ করতেই ৪৪ রানে হ্যারিসকে সাজঘরে ফেরত পাঠান লঙ্কান ডানহাতি পেসার লাহিরু কুমারা। 


এরপর ৮২ রানের মাথায় আউট হন লায়নও। মাত্র ১ রান করে সুরঙ্গা লাকমলের শিকার হতে হয়েছে তাঁকে। এরপরই অবশ্য ব্যাটিং অলরাউন্ডার মার্নাস লাবুসচাগনে এবং বাঁহাতি ব্যাটসম্যান ট্রাভিস হেডের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।


পঞ্চম উইকেটে ১৬৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। তবে দলীয় ২৪৮ রানের মাথায় লাবুসচাগনেকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন লঙ্কান স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা। ৮১ রানে আউট হওয়ার ফলে শতক বঞ্চিত হন তিনি।



promotional_ad

লাবুসচাগনে ফেরার পরেই ভাঙ্গন ধরে অস্ট্রেলিয়ানদের ব্যাটিং লাইন আপে। স্কোরবোর্ডে আর ৭৫ রান যোগ করতেই বাকি ৫ উইকেট খুইয়ে বসে তারা। ৮৪ রান করে লাকমলের বলে আউট হওয়ায় শতকের আশা পূরণ হয়নি ট্রাভিস হেডেরও। 


লঙ্কানদের পক্ষে ২৭ ওভার বোলিং করে ৭৫ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন পেসার সুরঙ্গা লাকমল। ৮৪ রানে ২ উইকেট নিয়ে তাঁকে সঙ্গ দিয়েছেন দিলরুয়ান পেরেরা। এছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন লাহিরু কুমারা, দুশমন্ত চামিরা এবং ধনঞ্জয়া ডি সিলভা। 


এর আগে ম্যাচটির শুরুতে প্রথম দিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলংকার অধিনায়ক দীনেশ চান্দিমাল। অধিনায়কের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তোপে মাত্র ১৪৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো সফরকারীরা। 


দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করতে পেরেছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। বাকি ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার দিমুথ করুনারত্নে ২৪ রান করলেও বাকি আর কেউই সেভাবে রানের দেখা পাননি।


অজি বোলারদের মধ্যে সবথেকে সফল ছিলেন পেস তারকা প্যাট কামিন্স। ১৪.৪ ওভার বোলিং করে মাত্র ৩৯ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। অপরদিকে ২৬ রানে ৩টি ঝেই রিচার্ডসন এবং ৪১ রানে ২টি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। 


সংক্ষিপ্ত স্কোরঃ



শ্রীলংকা প্রথম ইনিংসঃ ১৪৪ অল আউট (৫৬.৪ ওভার) (ডিকওয়েলা- ৬৪, করুনারত্নে-২৪; কামিন্স ৪/৩৯, রিচার্ডসন-৩/২৬)


অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৩২৩/১০ (১০৬.২ ওভার) (হেড-৮৪, লাবুসচাগনে- ৮১; লাকমল-৫/৭৫, পেরেরা-২/৮৪)


শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসঃ ১৭/১ (থিরিমান্নে-৬*; কামিন্স-১/১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball