ডেসকাটকে ফেরালেন কাপালি

ছবি: ছবিঃ সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ১৮০/৬ (২০ ওভার)
(রয় ৪২, আফিফ ২৮) (মুস্তাফিজ ২/৪৩)
রাজশাহী কিংসঃ ২৫/২ (৪ ওভার)
(রাব্বি ১৫, টেন ডেসকাট ৪)

রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে একটু পরেই শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন রাজশাহী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান স্কোরবোর্ডে যোগ করেছে অলক কাপালির দল। ১৮১ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে রাজশাহী কিংস।
কাপালির প্রথমঃ
পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারিয়ে বসা রাজশাহীর হয়ে হাল ধরেছিলেন ফজলে রাব্বি এবং রায়ান টেন ডেসকাট। দুজন মিলে স্কোরবোর্ডে রান যোগ করার কাজটা ভালোই চালাচ্ছিলেন। অষ্টম ওভারে বোলিংয়ে এসে তাঁদের জুটি গড়ার মিশনে বাঁধা হয়ে দাঁড়ান অলোক কাপালি। টেন ডেসকাটকে বোল্ড করে তুলে নেন নিজের প্রথম উইকেট।
ব্যর্থ দুই ওপেনারঃ
ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ফর্মে থাকা ব্যাটসম্যান লোরি ইভান্সকে হারিয়ে বসেছে রাজশাহী। প্রথম ওভারের শেষ বলে সোহেল তানভিরকে এগিয়ে এসে মারতে গিয়ে মোহাম্মদ নাওয়াজের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। এরপর ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে বসেন মমিনুল হক।
রাজশাহী কিংস একাদশঃ
মমিনুল হক, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকির হাসান, ক্রিস্টিয়ান জনকার, আরাফাত সানি, ফজলে রাব্বি, লরি ইভান্স, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন।
সিলেট সিক্সার্স একাদশঃ
সোহেল তানভীর (অধিনায়ক), সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলোক কাপালি, নিকোলাস পুরান ও মোহাম্মদ নওয়াজ, জেসন রয়।