ঝড় তুলে সাজঘরে রয়

ছবি: ছবিঃ সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ৯০/৩ (১০ ওভার)
(আফিফ ১৬)
রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
রয়-আফিফ জুটিঃ

দুই ওপেনারকে হারানোর পর চলতি আসরে প্রথমবারের মতো খেলতে নামা জেসন রয়ের সঙ্গে জুটি বাঁধেন তরুণ আফিফ হোসেন। আফিফকে দর্শক বানিয়ে একপ্রান্তে নিজেই দ্রুত রান তুলতে থাকেন রয়।
খানিক পর ব্যাট চালাতে শুরু করেন আফিফও। নিজদের মধ্যে অর্ধশত রানের জুটিও গড়েছেন তাঁরা। কিন্তু ইনিংসের দশম ওভারে সেগুগে প্রসন্নকয়ে এগিয়ে এসে মারতে গিয়ে বোল্ড হন রয়।
ব্যর্থ সাব্বির-লিটন
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন সিলেট ওপেনার লিটন দাস। ইনিংসের প্রথম ওভারে তিনি ১৪ রান নিলেও দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে বসে সিলেট।
আরাফাত সানির বলে লেগ বিফরের ফাঁদে পড়েন সদ্য জাতীয় দলে ডাক পাওয়া ব্যাটসম্যান সাব্বির রহমান। দলীয় ২০ রানে সাব্বির ফিরে যাওয়ার খানিক পর লিটন দাসকে ব্যক্তিগত ২৪ রানে নিজের প্রথম শিকারে পরিণত করেন মুস্তাফিজ।
রাজশাহী কিংস একাদশঃ
মমিনুল হক, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকির হাসান, ক্রিস্টিয়ান জনকার, আরাফাত সানি, ফজলে রাব্বি, লরি ইভান্স, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন।
সিলেট সিক্সার্স একাদশঃ
সোহেল তানভীর (অধিনায়ক), সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলোক কাপালি, নিকোলাস পুরান ও মোহাম্মদ নওয়াজ, জেসন রয়।