'দ্বিতীয়' জীবনে সাব্বিরের লক্ষ্য

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ক্রিকেটে নানা বিতর্কের জন্ম দেয়া সাব্বির রহমান অতীতের কালো অধ্যায়গুলোকে ভুলে সামনে এগিয়ে যেতে চান। ভবিষ্যতে আর কোনও ভুল হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পাওয়ার পর সাব্বির জানিয়েছেন এই সুযোগটিকে নিজের দ্বিতীয় জীবন হিসেবে ভাবছেন তিনি। কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে পারলে সেটি তাঁর দ্বিতীয় অভিষেক হবে উল্লেখ করে গণমাধ্যমকে সাব্বির বলেছেন,
'অতীত আর মনে করতে চাই না। ভবিষ্যতে যেন তেমন কিছু না হয় সেদিকে খেয়াল রাখব। আসলে এটা আমার দ্বিতীয় জীবন। প্রথম ম্যাচটা যখন খেলব, আমার দ্বিতীয় অভিষেক হবে বাংলাদেশ দলে। চেষ্টা করব এখান থেকে ভালো কিছু করার।'

সাধারণত হার্ডহিটার একজন ব্যাটসম্যান হিসেবেই পরিচিত সাব্বির রহমান। আন্তর্জাতিক অঙ্গনে নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু সবকিছু ছাপিয়ে উঠে এসেছে তাঁর বিতর্কিত জীবন।
তবে অনুতপ্ত এই ক্রিকেটার আবারও নিজেকে পুরনো রুপে ফিরে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। জানিয়েছেন এখন থেকে নিজের ওপর বিশ্বাস রাখার পাশাপাশি টিম ম্যানেজমেন্টের চাওয়াকে প্রাধান্য দিবেন তিনি। সাব্বিরের ভাষ্যমতে,
'আগের সাব্বির যেভাবে খেলেছে, সেভাবে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করব। কখনও ব্যর্থ হলেও নিজের উপর বিশ্বাস রাখব এবং টিম ম্যানেজমেন্ট যা চায়, তাই করব। নিজের বোধ আর অনুভূতির কাছেই দগ্ধ হচ্ছিলাম। কাউকে বলতেও পারছিলাম না। একই সঙ্গে চেষ্টা করছিলাম বিপিএলে যদি ভাল কিছু করতে পারি, সুযোগ থাকবে জাতীয় দলে ফেরার। দেখা যাক জাতীয় দলে ভাল কিছু করতে পারি কিনা।'
একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানাতে ভোলেননি সাব্বির। বোর্ড এবং সমর্থকদের আস্থার প্রতিদান দেয়ার লক্ষ্য নিয়েই খেলার ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি,
'বিসিবিকে অসংখ্য ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য এবং সাহায্য করার জন্য। আবারও ধন্যবাদ সবাইকে। আমার ফ্যান-ফলোয়ার যারা আছেন, যারা সাপোর্ট করে যাচ্ছেন, চেষ্টা করব তাদের সম্মান রাখার জন্য এবং নিজের মান-সম্মান রেখে খেলার জন্য,' বলেন সাব্বির।
উল্লেখ্য শৃঙ্খলাভঙ্গের কারণে সাব্বিরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। কিন্তু নিষেধাজ্ঞার মেয়ার কমিয়ে তাঁকে নিউজিল্যান্ড সফরের দলে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।