promotional_ad

মুনরো-ল্যাথামদের ভাবনায় ওয়ানডে দলে নাঈম

নাঈম হাসান
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


তরুণ অফ স্পিনার নাঈম হাসান নিউজিল্যান্ড সিরিজের প্রথমবারের মত ওয়ানডে দলে রাখা হয়েছে। ২০১৮ সালের শুরুতে প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়েছিলেন তিনি। গত বছরের শেষে উইন্ডিজ সিরিজে চিটাগং টেস্টে অভিষেক হয় তাঁর। অভিষেক টেস্টেই সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েন তিনি।


এবার ওয়ানডে ক্রিকেটের সুযোগ মিলল তাঁর। চলমান বিপিএলে সাত ম্যাচ খেলে মাত্র চার উইকেট পেলেও ইকোনমি রেট ছিল দারুণ। একই সাথে নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপে বাঁহাতির আধিক্য নাঈমের পক্ষে কথা বলছে।



promotional_ad

কেন উলিয়ামসন, রস টেইলর ও মারটিন গাপটিল ছাড়া আগ্রাসী ব্যাটসম্যান কলিন মুনরো, টম লাথাম, হেনরি নিকলস ও মিচেল স্যান্টনাররা সবাই বাঁহাতি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ভাষায়, 'নাঈম হাসানকে নেয়া হয়েছে, কারণ আমাদের অফ স্পিনার দরকার একজন। নিউজিল্যান্ডে এখন অনেক বাঁহাতি ব্যাটসম্যান আছে।' 


একই সাথে তিন ওয়ানডে ও তিন টেস্টের দীর্ঘ সফরের জন্য ফ্রন্ট লাইন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের ব্যাক আপ হিসেবেও বিবেচনা করা হচ্ছে নাঈমকে। নান্নুর মন্তব্য, 


'তারপরও কোচের সাথে আলাপ হয়েছে, মিরাজের ব্যাক আপ হিসেবে যদি আমরা কাউকে রেডি করে রাখতে পারি, তাহলে ভালো হবে। যেহেতু ঘরের বাইরে সফর, অনেক দিনের ব্যাপার আছে। 



'নিউজিল্যান্ডে এর আগে আমরা দেখেছি, আমাদের সময় খুব খারাপ কেটেছে। সব কিছু মাথায় রেখেই ব্যাক আপ হিসেবে নাঈম হাসানকে রাখা হয়েছে। আমি নিশ্চিত, নাঈম টেস্টে ভালো করেছে, ওয়ানডেতেও পারবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball