২০১৮ সালের সেরা স্পেলের তালিকায় মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে ফরম্যাটে ২০১৮ সালের সেরা দশ বোলিং ইনিংসের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের অন্যতম সেরা ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে মনোনীত করা হয়েছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উইন্ডিজদের বিপক্ষে বোলিং ইনিংসটি।
উইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে লজ্জাজনক পরাজয়ের পর ওয়ানডে ফরম্যাটে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। প্রথম ম্যাচেই স্বাগতিকদের ৪৮ রানে হারিয়েছিল সফরকারী বাংলাদেশ।

সেই ম্যাচে বল হাতে টাইগারদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কাপ্তান মাশরাফি। এভিন লুইস, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল এবং অ্যাশলে নার্সের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন ডানহাতি এই পেসার।
দশ ওভারের বোলিং কোটা পূরণ করে মাত্র রান দিয়েছেন ৩৭। নিজের ঝুলিতে পুরেছেন চারটি উইকেট। ২৮০ রানের লক্ষ্যে ব্যাটিং করা ক্যারিবিয়ানদের ২৩১ রানেই গুঁটিয়ে দিয়েছিল টাইগাররা।
বর্ষসেরা বোলিং ফিগারের এ তালিকায় আছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের পাকিস্তানের বিপক্ষে ১৭ রানে পাঁচ উইকেট এবং ৫৪ রানে তিন উইকেট নেয়া দুইটি ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের তরুণ পেসার টম কুরানের ৩৫ রানে পাঁচ উইকেটের বোলিং ইনিংসটি আছে এই তালিকায়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২ রানে পাঁচ উইকেট নেয়া ভারতীয় লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল এবং ইংল্যান্ডের বিপক্ষে ২৫ রানে ছয় উইকেট নেয়া ভারতের বাঁহাতি স্পিনার কুলদিপ যাদবের বোলিং ইনিংসটিও নির্বাচিত করা হয়েছে।
ভারতের বিপক্ষে ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের ৪৯ রানে তিন উইকেট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ার ২৯ রানে ছয় উইকেট, পাকিস্তানের বিপক্ষে ভারতের পেসার ভূবনেশ্বর কুমারের ১৫ রানে তিন উইকেট এবং দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনের অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ রানে দুই উইকেটের বোলিং ফিগারটিও রয়েছে ক্রিকইনফোর সেরা দশে।