ফিরলেন ডি ভিলিয়ার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইটান্সঃ ১৮১/৬ (২০ ওভার)
(শান্ত ৪৮, উইজে ৩৫*) (ফরহাদ রেজা ৪/৩২)
রংপুর রাইডার্সঃ ১২৪/২ (১৩ ওভার)
(মিঠুন ২*, গেইল ২৬*)
মিরপুরের হোম অফ ক্রিকেটে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইটান্স। এদিন প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্সকে জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা টাইটান্স। সেই লক্ষ্যে এখন ব্যাট করছে রংপুর রাইডার্স।

ডি-ভিলিয়ার্সের ফেরাঃ
হেলস ফিরে গেলেও গেইলকে দর্শক বানিয়ে ব্যাট হাতে তান্ডব চালাচ্ছিলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ২৫ বলে ৪১ রান করার পর রিয়াদের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি।
হেলসের ব্যাটে ঝড়ঃ
পাওয়ার প্লে'তে ক্রিস গেইলকে দর্শক বানিয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। খুলনার বোলারদের বেধড়ক পিটিয়ে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দলকে ৫০ রানের পুঁজি এনে দেন তিনি। আর পাওয়ার প্লে শেষ হওয়ার ঠিক আগে ছক্কা হাঁকিয়ে ২৬ বলে ৫০ তুলে নিয়েছেন হেলস।
তাঁর ফিফটির পর বোলিংয়ে আশা ইয়াসির শাহকে জোড়া ছক্কা হাঁকিয়ে ওভারের শুরুটা দারুণ করেছিলেন গেইল। ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে হেলসকে স্ট্রাইক দেন গেইল। কিন্তু ওভারের চতুর্থ বলে জায়গা বের করে ইয়াসির শাহকে খেলতে গিয়ে বোল্ড হন হেলস। ৫৫ রান আসে তাঁর ব্যাট থেকে।
রংপুর রাইডার্স একাদশঃ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, নাহিদুল ইসলাম।
খুলনা টাইটান্স একাদশঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শুভাশিস রয়, নাজমুল হোসেন শান্ত, জুনায়েদ সিদ্দিকী, ব্রেন্ডন টেইলর, জহুরুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, আরিফুল হক, ডেভিড উইজে, তাইজুল ইসলাম, ইয়াসির শাহ, জুনায়েদ খান।