promotional_ad

পাওয়ার প্লে'তে ঝড় তুলেছেন হেলস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

সংক্ষিপ্ত স্কোরঃ


খুলনা টাইটান্সঃ ১৮১/৬ (২০ ওভার)


(শান্ত ৪৮, উইজে ৩৫*) (ফরহাদ রেজা ৪/৩২)


রংপুর রাইডার্সঃ ৫৮/০ (৬ ওভার)


(হেলস ৫৪*, গেইল ৪*)


promotional_ad

মিরপুরের হোম অফ ক্রিকেটে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইটান্স। এদিন প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্সকে জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা টাইটান্স। সেই লক্ষ্যে এখন ব্যাট করছে রংপুর রাইডার্স।


হেলসের ব্যাটে ঝড়ঃ


পাওয়ার প্লে'তে ক্রিস গেইলকে দর্শক বানিয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। খুলনার বোলারদের বেধড়ক পিটিয়ে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দলকে ৫০ রানের পুঁজি এনে দেন তিনি। আর পাওয়ার প্লে শেষ হওয়ার ঠিক আগে ছক্কা হাঁকিয়ে ২৬ বলে ৫০ তুলে নিয়েছেন হেলস।  


রংপুর রাইডার্স একাদশঃ


মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, নাহিদুল ইসলাম।


খুলনা টাইটান্স একাদশঃ


মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শুভাশিস রয়, নাজমুল হোসেন শান্ত, জুনায়েদ সিদ্দিকী, ব্রেন্ডন টেইলর, জহুরুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, আরিফুল হক, ডেভিড উইজে, তাইজুল ইসলাম, ইয়াসির শাহ, জুনায়েদ খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball