promotional_ad

রংপুরকে বড় লক্ষ্য দিয়েছে খুলনা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মিরপুরের হোম অফ ক্রিকেটে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইটান্স। এদিন প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্সকে জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা টাইটান্স। খুলনার পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। 


বল করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই বল হাতে আঘাত হানেন রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা। আল আমিন জুনিয়র বাউন্ডারি হাঁকিয়ে খুলনার পক্ষে শুভ সূচনা করলেও ওভারের শেষ বলে অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন।


এরপর জুনায়েদ সিদ্দিকি এবং ব্রেন্ডন টেইলর মিলে হাল ধরেন খুলনার পক্ষে। দুজন মিলে দেখে শুনে খেলে স্কোরবোর্ডে রান যোগ করছিলেন। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে ফরহাদ রেজাকে উইকেট দিয়ে বসেন জুনায়েদ।


promotional_ad

পাওয়ার প্লে শেষ হওয়ার আগে দুই উইকেট হারালেও ব্রেন্ডন টেইলর এবং নাজমুল ইসলাম শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় খুলনা। বিশেষ করে টেইলর রংপুরের বোলারদের বিপক্ষে চড়াও হয়ে খেলছিলেন টেইলর। কিন্তু ব্যক্তিগত ৩২ রানে ক্রিস গেইলকে উড়িয়ে মারতে গিয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে।


টেইলর ফিরলেও রানের চাকা সচল রাখার কাজটা নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন শান্ত এবং অধিনায়ক রিয়াদ। দেখে শুনে খেলে দলকে একশ রানের পুঁজিও এনে দেন দুজন। কিন্তু দুজনের ৫৬ রানের জুটি ভাঙ্গেন ফরহাদ রেজা।


ইনিংসের ১৬তম ওভারে রেজাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বসেন রিয়াদ। ২৯ রান আসে তাঁর ব্যাট থেকে। এরপরের বলেই রেজাকে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। তাঁর ব্যাট থেকে আসে ৪৮ রান। 


১৯তম ওভারে আরিফুল হককে নিজের চতুর্থ শিকার হিসেবে তুলে নিলেও ডেভিড উইজে তাঁর ওভারের শেষ চার বলে দুই ছক্কা হাঁকিয়ে নেন ১৪ রান। শেষ ওভারে উইজে আরও কিছু রান স্কোরবোর্ডে যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানের পুঁজি পায় খুলনা। রংপুরের হয়ে ৩২ রান দিয়ে ফরহাদ রেজা নেন ৪ উইকেট।


সংক্ষিপ্ত স্কোরঃ


খুলনা টাইটান্সঃ ১৮১/৬ (২০ ওভার)


(শান্ত ৪৮, উইজে ৩৫*) (ফরহাদ রেজা ৪/৩২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball